ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রসহ ২১ দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার

প্রকাশিত: ০৫:২৭, ২৭ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রসহ ২১ দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিক বহিষ্কার

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে রুশ কূটনীতিক বহিষ্কারের হিড়িক পড়েছে। ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার জেরে কমপক্ষে ২১টি দেশ এককাতারে শামিল হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা আসে। এর কয়েকদিন আগেই অবশ্য ব্রিটেন ২৩জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। সোমবার যুক্তরাষ্ট্র নিজ দেশ থেকে মস্কোর ৬০ জন কূটনীতিককে বহিষ্কারের পরপরই ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও একই ঘোষণা দেয়। জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড চারজন করে রুশ কূটনীতিককে বহিষ্কার করে। ইউক্রেন জানায়, ব্রিটেনের প্রতি সমর্থন জানাতে তারা ১৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করছে। এই ঘটনার রেশ ধরে ইউরোপের মুদ্রা বাজারে ধস নামে। খবর বিবিসি ও এএফপির। মস্কো এ ঘটনাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা করে বলেছেন- ঘটনার বিকৃত ব্যাখ্যার ওপর ভর করে তারা ব্রিটেনকে এভাবে সমর্থন করছে। তিন সপ্তাহ আগে ব্রিটেনে একজন সাবেক রুশ ডাবল এজেন্ট সেরগেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট দিয়ে আক্রমণ হয়। রাশিয়া অবশ্য সবসময়ই ব্রিটেনে ওই হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আর এই হত্যা প্রতিক্রিয়াতেই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমন্বিতভাবে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ধারণা। সোমবার যুক্তরাষ্ট্র যে ৬৪ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে তাদের ৪৮ জন যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাসে কাজ করেন। বাকিরা নিউইয়র্কে জাতিসংঘে রুশ দূতাবাসে কাজ করেন। মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় বলা হয়েছে ৪ মার্চ স্যালসবেরিতে রুশ মিলিটারি গ্রেড নার্ভ এজেন্ট দিয়ে একজন ব্রিটিশ নাগরিক এবং তার কন্যাকে হত্যার চেষ্টা করে। আমাদের একটি মিত্র দেশ ব্রিটেনে এই হামলা সেখানকার বহু নিরপরাধ মানুষের জীবন হুমকিতে ফেলে দেয়। বিবৃতিতে আরো বলা হয়, ওই হামলা ছিল রাসায়নিক অস্ত্র বিরোধী চুক্তি ভঙ্গের একটি নিদর্শন। এছাড়া চেক রিপাকলিক, লিথুনিয়া , ডেনমার্ক, নেদারল্যা-স, ইতালি, স্পেন, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লাটভিয়া, রুমানিয়া, সুইডেন, নরওয়ে, কানাডা, আলবেনিয়াও রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয়।
×