ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধে প্রথম বুলেট ছোড়ে পুলিশ সদস্যরা

প্রকাশিত: ০৫:২৪, ২৭ মার্চ ২০১৮

মুক্তিযুদ্ধে প্রথম  বুলেট ছোড়ে পুলিশ  সদস্যরা

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুড়েছিল রাজারবাগের পুলিশ সদস্যরা। প্রতিরোধে শহীদ হন অনেক সাহসী বীর পুলিশ সদস্য। তাদের সম্মানে রাজারবাগে শহীদ স্মৃতিস্তম্ভে সোমবার সকালে পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। পাশাপাশি ডিএমপির পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিআইজি মিলি বিশ্বাস। এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম ও সম্মান প্রদর্শন করেন।
×