ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ লোগো

প্রকাশিত: ০৫:২৩, ২৭ মার্চ ২০১৮

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ লোগো

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছর ও জাতীয় দিবসে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল (লোগো) হিসেবে লাল-সবুজের পতাকাকে স্থান দিয়েছে। গুগলের ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে নীল আকাশের জমিনে বাঙালীর গর্বের লাল-সবুজ পতাকা। এমনকি ডুডলে ক্লিক করলে স্বাধীনতা দিবস উদ্যাপনের নানা খবরও পাওয়া যাচ্ছে। বিভিন্ন বিশেষ দিবস, বিখ্যাত কারও জন্মদিন কিংবা বিভিন্ন আয়োজনে নিজেদের সার্চ ইঞ্জিনের ডুডল (লোগো) নিয়মিতই পরিবর্তন করে থাকে গুগল। বিশেষ এ দিনগুলোতে গুগল নিজেদের নিয়মিত লোগোর জায়গায় যুক্ত করে ওই বিশেষ দিবস বা আয়োজনের প্রতীকী কোন ছবি বা এ্যানিমেশন। মূলত বাংলাদেশের এই স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্মরণ করেই ডুডলে পরিবর্তন আনা হয়। জাতীয় পতাকার ছোঁয়া এনেছে গুগল। গুগল তাদের বিশেষ ডুডল পেজে বলেছে, ৪৭ বছর আগে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়। বিশ্বের শীর্ষস্থানীয় এই সার্চ ইঞ্জিন আরও বলেছে, আজ বাংলাদেশের মানুষ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করবে। ডুডলের অভ্যর্থনা বার্তায় ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ’ লেখা রয়েছে। বাংলাদেশের জনগণকে উৎসর্গ করা গুগলের এই ডুডলে বাংলাদেশের জাতীয় পতাকার পেছনে রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতির একটি ছবি। এর নিচে সবুজ জমিনের ওপর রয়েছে সাদা রঙে গুগল লেখা। রবিবার রাত ১২টা থেকে ডুডলটি প্রদর্শন করছে গুগল। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের জাতীয় দিবসে ডুডল করেছিল গুগল। গুগল প্রথমবার ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে একটি বিশেষ ডুডল পোস্ট করে। এর আগে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৩ সালের ২৬ মার্চ প্রথম বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। সেদিন গুগল তাদের মূল পাতায় বাংলাদেশের ফুলেভরা সবুজ দৃশ্যপটে পতাকা হাতে একটি পরিবারকে নিয়ে ডুডল প্রকাশ করে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৬ মার্চ ডুডল পরিবর্তন করে গুগল। লাল-সবুজের সে ডুডলে ‘গুগল’ লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজীতে লেখা গুগলের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়, যার মধ্যে দেখানো হয় বাঘ (বেঙ্গল টাইগার)। ২০১৬ সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় উন্নতির দিকে এগিয়ে চলা বাংলাদেশকে। ডুডলটিতে ইংরেজীতে ‘গুগল’ লেখার ব্যাকগ্রাউন্ডে ছিল লাল-সবুজ আর ‘ও’ লেখাটির মাঝখানে দেখানো হয় বঙ্গবন্ধু সেতু। ২০১৭ সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে ছুটে চলার দৃশ্যপট।
×