ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

কারারুদ্ধ নেতাকর্মীদের ছাড়াতে বিএনপির আন্দোলনের শপথ

প্রকাশিত: ০৫:০৫, ২৭ মার্চ ২০১৮

কারারুদ্ধ নেতাকর্মীদের ছাড়াতে বিএনপির আন্দোলনের শপথ

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়া ছাড়াই প্রথমবারের মতো মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির নেতৃত্বে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। একই সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। জিয়ার মাজারের শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী এবং গণতন্ত্রের মাতা খালেদার জিয়া কারারুদ্ধ রয়েছেন মিথ্যা মামলায়। স্বাধীনতা দিবসে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্ত করতে আন্দোলনের শপথ নিয়েছে বলে বিএনপি উল্লেখ করেন। সোমবার সকাল সোয়া ৯টায় বিএনপির স্থায়ী কমিটির নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন তারা। বেলা ১১টায় বিএনপি নেতারা কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে এসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যের বিষয় এতদিন পরও স্বাধীনতা দিবস উদ্যাপন করতে হচ্ছে একটা কারাবরণের মধ্য দিয়ে। এই স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী, দেশের গণতন্ত্রের মাতা কারারুদ্ধ হয়ে আছেন। ষড়যন্ত্র করে খালেদা জিয়াসহ দল ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারসহ সব অধিকার হরণ হয়ে গেছে। মিথ্যা মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন-রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করব। একইসঙ্গে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র চলছে তা থেকেও তাদের মুক্ত করব উল্লেখ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে অবশ্যই বিজয় আসবে। বিএনপি সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সেই লক্ষ্যে কাজও করছে। খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে অংশ নেয়ার জন্য সংগ্রাম করছি। এই সংগ্রামে অবশ্যই বিজয়ী হব। এ সময় তিনি কারাবন্দী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য প্রথমেই গণতন্ত্রের নেত্রী দেশমাতা খালেদা জিয়া এবং সকল রাজবন্দীর মুক্তির দাবি জানাচ্ছি। এ সময় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, আদুস সালাম, আবদুল কাইয়ুম, হাবিবুর রহমান হাবিব, কবীর মুরাদ, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, নুরে আরা সাফা, আমিনুল ইসলাম, দেওয়ান মোঃ সালাউদ্দিন, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিক শিকদার, আখতার হামিদ ডাবলু ও শাহ আবু জাফর এ দুটি কর্মসূচীতে উপস্থিত ছিলেন। অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে আনোয়ার হোসেইন, নাসিম আহসানউল্লাহ হাসান, ইউনুস মৃধা, মোরতাজুল করীম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, আফরোজা আব্বাস, সাদেক খান, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাফেজ আবদুল মালেক, শায়রুল কবির খান, মামুনুর রশীদ ও আসাদুজ্জামান আসাদ ছিলেন। স্বাধীনতা দিবসে মহানগর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকেও জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় আলোকসজ্জা করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বেলা ৩টায় নয়া পল্টনে মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ বিএনপির র‌্যালি ॥ আজ মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যালি বের করবে বিএনপি। ইতোমধ্যে রাজধানীতে র‌্যালির অনুমোদন পেয়েছে বিএনপি। দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ র‌্যালিটি দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত গিয়ে শেষ হবে।
×