ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ নির্মূলে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ॥ র‌্যাব ডিজি

প্রকাশিত: ০৫:০৫, ২৭ মার্চ ২০১৮

জঙ্গীবাদ নির্মূলে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ॥ র‌্যাব ডিজি

স্টাফ রিপোর্টার ॥ মূল কর্মসূচী স্থগিত রেখে সাদামাটাভাবে বর্ষপূর্তি উদযাপন করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন। স্বাধীনতা দিবসে সোমবার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাব সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় তিনি জঙ্গীবাদ নির্মূলে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এদিন সকালে প্রতিটি ব্যাটালিয়নের অধিনায়কদের উপস্থিতিতে বেনজীর আহমেদ বলেন, এ যাবত জঙ্গীবাদ মোকাবেলাসহ দেশের অর্পিত দায়িত্ব পালন করতে বিভিন্ন সময়ে ২১ জন র‌্যাব সদস্য শাহাদাতবরণ করেন। এসব শহীদ পরিবারের পাশে র‌্যাব অতীতে যেমন ছিল ভবিষ্যতেও তেমনই সহানুভূতি ও মানবিক মূল্যবোধে সচেষ্ট থাকবে। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগ র‌্যাবের ইতিহাসের সঙ্গেই দেদীপ্যমান হয়ে থাকবে। দেশবাসীর জানমালের রক্ষায় তাদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের পরিবারের কল্যাণে র‌্যাব সদা সচেষ্ট থাকবে। বেনজীর আহমেদ জঙ্গী দমনে আরও কৌশলী হবার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র‌্যাব অতীতে যেমন সফলতার পরিচয় দিয়েছে ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে এই মহান দায়িত্ব পালনে সক্রিয় থাকবে। মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে র‌্যাব কাজ করবে। র‌্যাবের মহাপরিচালক সকাল আটটায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কার্যক্রমের সূচনা করেন। এ সময় সদর দফতরে সদস্যদের উদ্দেশে র‌্যাবের মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স¦াধীনতা যুদ্ধের বীর শহীদ, সকল দেশপ্রেমী এবং দায়িত্বপালনকালে র‌্যাবের যেসব অকুতোভয় সহকর্মী অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। দরবার শেষে মহাপরিচালক বলেন, র‌্যাব আজ জনমনে আস্থার প্রতীক হিসেবে স্থান পেয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় ও সাফল্যের ধারাবাহিকতায় যে মান র‌্যাব ফোর্সেস অর্জন করেছে, তা যে কোন মূল্যে ধরে রাখতে হবে। র‌্যাব পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আগামী ৩ মে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
×