ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ মামলা নিষ্পত্তির অপেক্ষায়

তিন যুদ্ধাপরাধীর আপীল মামলা আজ কার্যতালিকায়

প্রকাশিত: ০৫:০০, ২৭ মার্চ ২০১৮

 তিন যুদ্ধাপরাধীর আপীল মামলা আজ কার্যতালিকায়

বিকাশ দত্ত ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ৩০ আগস্ট মীর কাসেম আলীর মামলার রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর নতুন মামলার শুনানি হয়নি। মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টি (জাপা) নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলা কয়েকবার কার্যতালিকায় আসলেও শুনানি হয়নি। সুপ্রীমকোর্টের আপীল বিভাগের আজ মঙ্গলবার কার্যতালিকায় এটিম আজহারুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ কায়সার ও মাওলানা আব্দুস সুবহানের মামলা তিনটি রয়েছে। কার্যতালিকায় ৭১, ৭২ ও ৭৩ নম্বরে এটি রাখা হয়েছে। দীর্ঘদিন আপীল বিভাগের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপীল মামলার শুনানি না হওয়ার বিষয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহম্মেদ জনকণ্ঠকে বলেন, আপীল বিভাগের মাত্র একটি বেঞ্চ রয়েছে। সেখানে প্রধানবিচারপতিসহ চার বিচারপতি কাজ করছেন। শীঘ্র আপীল বিভাগের বিচারপতি নিয়োগ করা হবে, তখন এ বেঞ্চ বাড়াবে এবং মামলার শুনানি হবে। তবে আমি আশাকরি শীঘ্র আপীল বিভাগের বিচারপতি নেয়া হবে এবং দ্রুত এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অন্যতম সমন্বয়ক সানাউল হক জনকণ্ঠকে বলেন, আপীল বিভাগের প্রায় ২১টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দুই বছর যাবৎ আপীল বিভাগের কোন মামলার শুনানি হচ্ছে না। এখানে ভিক্টিম, বিচারপ্রার্থী, অভিযোগকারীসহ আসামিদের বয়স হয়েছে। আসামিদের যদি ন্যাচারাল ডেথ হয়ে যায় সে ক্ষেত্রে বিচারের যুক্তিটা থাকে না। এই আইনের স্পিরিটটা হলো দ্রুত বিচার করা। মাঝ পথে থাকার কোন কারণ নেই। দ্রুততার সঙ্গে বিচার শেষ করতে হবে। যারা এই মামলার সাক্ষী ভিক্টিম বিচার প্রত্যাশী তারা জীবদ্দশায় পরিণতি দেখে যেতে চায়। যে সমস্ত মামলা সুপ্রীমকোর্টে আপীলে পেন্ডিং আছে সেসব মামলার আপীল নিষ্পত্তি না হওয়ায় ভিকটিম, অত্যাচারিত, নির্যাতিত বা বিচার প্রার্থীদের এক ধরনের অতৃপ্তি আছে।’ এ নিয়ে তদন্ত সংস্থারও এক ধরনের অস্বস্তি আছে জানিয়ে চূড়ান্ত নিষ্পত্তিতে আপীলের একটি বিশেষ বেঞ্চ করা যেতে পারে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা জনকণ্ঠকে বলেন, বর্তমানে আপীল বিভাগে যুদ্ধাপরাধের ২১টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ট্রাইব্যুনালে ৩১টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। একটি মামলার রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন এ মামলার রায় ঘোষণা করা হবে।
×