ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহবাগে ট্রাকচাপায় এসিসহ তিন পুলিশ আহত

প্রকাশিত: ০৫:০০, ২৭ মার্চ ২০১৮

 শাহবাগে ট্রাকচাপায় এসিসহ তিন পুলিশ আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগে ট্রাক চাপায় ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এক সহকারী কমিশনারসহ তিন পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ কমিশনার স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া গুলশানের কড়াইল বস্তিতে আগুনে অন্তত ৩৫টি ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে শাহবাগ মোড়ে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তাসহ তিন পুলিশ আহত হন। পুলিশ জানায়, পুরনো ঢাকার চকবাজারের বাসা থেকে দারুসসালাম থানা এলাকায় অবস্থিত অফিসে যাচ্ছিলেন ট্রাফিক পশ্চিম বিভাগের সহকারী কমিশনার (এসি) সাইফুল আলম মুজাহিদ, পুলিশের পিকআপ ভ্যানটির চালক কনস্টেবল কামাল উদ্দিন ও কম্পিউটার অপারেটর কনস্টেবল মোঃ আব্দুল কাদের। শাহবাগ মোড়ে তাদের বহনকারী গাড়িটিকে দ্রুতগামী ঢাকা মেট্রো ১৬-৯২৬৮ নম্বরের একটি ট্রাক পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন গাড়িতে থাকা পুলিশ সদস্যরা। আহত অবস্থায় সহকারী কমিশনার সাইফুল, কনস্টেবল কামাল ও কাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত সহকারী কমিশনার সাইফুল আলমকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। কনস্টেবল কামাল ও কাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই ট্রাকসহ চালক শাহিন আলম (৪০) ও হেলপার সোহেলকে (৩০) আটক করা হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে দায়িত্ব পালনের জন্য এসি সাইফুলসহ অন্য দু’জন কর্মস্থলে যাচ্ছিলেন। এদিকে রবিবার দিবাগত রাত চারটার দিকে গুলশান এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনে বস্তির ৩৫টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুলশান লেকের দুই তীরে দেড় শ’ একরের বেশি জমির ওপর গড়ে ওঠা বস্তিতে অন্তত দুই থেকে আড়াই লাখ লোকের বসবাস। বহুবার বস্তিটিতে আগুন লেগেছে। প্রতিবারই আগুন লাগার পর বস্তির আয়তন ছোট হতে থাকে। সর্বশেষ গত বছরের ১৫ মার্চ রাতে এবং তার আগে ২০১৬ সালে ৪ ডিসেম্বর ও একই বছরের ১৪ মার্চ দুই দফা অগ্নিকান্ডে কয়েক শ’ ঘর পুড়ে যায়। বস্তির জায়গার মূল মালিক বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড)।
×