ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩ মাসে বাজার মূলধন কমেছে ৩৬ হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৪:২৩, ২৭ মার্চ ২০১৮

৩ মাসে বাজার মূলধন কমেছে ৩৬ হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে অব্যাহত পতনে প্রায় প্রতিদিনই কমছে সূচক ও টাকার পরিমাণে লেনদেনের পরিমাণ। একইসঙ্গে কমছে বাজার মূলধনও। শেষ তিন মাসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ৩৬ হাজার কোটি টাকার বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি ডিএসইর বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকায় পৌঁছায়। শেয়ারবাজারে অব্যাহত পতনে চলতি মাসের ২৫ মার্চ বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৮১০ কোটি ৮ লাখ ৯ হাজার টাকায়। অর্থাৎ এ সময়ে ডিএসইর বাজার মূলধন হারিয়েছে ৩৬ হাজার ৬৯৯ কোটি ৪৬ লাখ ৪২ হাজার টাকা বা সাড়ে ৮ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) চলতি বছরের ৩ জানুয়ারি বাজার মূলধন সর্বোচ্চ ৩ লাখ ৫৯ হাজার ১৪৭ কোট ৪৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকায় পৌঁছায়। পতনে কারণে চলতি মাসের ২৫ মার্চ বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৯৮৮ কোট ৫০ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে সিএসইর বাজার মূলধন ৩৬ হাজার ১৫৮ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকা বা ১০ শতাংশ কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০১৭ সালের ২৬ নবেম্বর সর্বোচ্চ ৬ হাজার ৩৩৬ পয়েন্টে পৌঁছায়। কিন্তু সর্বশেষ কার্যদিবস অর্থাৎ চলতি বছরের ২৫ মার্চ ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। ডিএসইর ডিএসইএক্স ৯ মাস পেছনে অবস্থান করছে। এর আগে ২০১৭ সালের ২১ জুন সূচকটি ৫ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছিল। অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইর এ সূচকও ৯ মাস আগের অবস্থায় অবস্থান করছে। এর আগে সিএএসপিআই ২০১৭ সালের ২০ জুন ১৭ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছিল।
×