ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উবারের দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসা কিনে নিচ্ছে গ্র্যাব

প্রকাশিত: ০৪:১৬, ২৭ মার্চ ২০১৮

 উবারের দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসা  কিনে নিচ্ছে গ্র্যাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেষ পর্যন্ত পূর্বধারণাই সত্যি প্রমাণিত হলো। সোমবার সকালেই গ্র্যাবের কাছে নিজেদের দক্ষিণ-পূর্ব এশিয়ার শেয়ার বিক্রি করতে সম্মতির কথা প্রকাশ করেছে উবার। এর মাধ্যমে এশিয়ার কোন বাজার থেকে সরে আসার দ্বিতীয় নজির সৃষ্টি করল এ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠানটি। প্রায় ৬৪ কোটি মানুষের দক্ষিণ-পূর্ব এশিয়া বাজারে এই খাতে এটিই সবচেয়ে বড় একত্রীকরণ হতে যাচ্ছে। ফলে ইন্দোনেশীয় রাইড-হেইলিং প্রতিষ্ঠান গো-জ্যাকের উপর বাড়তি চাপ যোগ হবে। গো-জ্যাকের অর্থ তহবিলে এ্যালফাবেট অধীনস্থ গুগল আর চীনা টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের সমর্থন রয়েছে। উবার-গ্র্যাবের এই চুক্তি নিয়ে গ্র্যাব প্রেসিডেন্ট মিং মা রয়টার্সকে বলেন, ‘দুই প্রতিষ্ঠানেরই একদম স্বাধীন সিদ্ধান্ত।’ তবে এক্ষেত্রে সফটব্যাংক প্রধান নির্বাহী মাসাইয়োশি সান ‘অত্যন্ত সহায়ক’ ছিলেন বলে উল্লেখ করেন তিনি। এই চুক্তির মাধ্যমে উবারের দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় চলে যাবে গ্র্যাবের অধীনে। সিঙ্গাপুরভিত্তিক গ্র্যাবে উবারের অধীনে থাকবে ২৭.৫ শতাংশ শেয়ার আর উবার প্রধান নির্বাহী দারা খাসরোশাহি গ্র্যাবের পরিচালনা পর্ষদে যোগ দেবেন। এশিয়ায় রাইড-হেইলিং প্রতিষ্ঠানগুলো ছাড় আর বিভিন্ন প্রচারে অফারের উপর অনেক বেশি নির্ভর করে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর লাভের খাতা কখনোই স্বাস্থ্যবান ছিল না আর সেই চাপ গিয়ে পড়েছে একত্রীকরণের দিকে। উবার ২০১৯ সালের মধ্যে শেয়ারবাজারে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি ৪৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ে। ইউরোপে নীতিনির্ধারণী চাপ আর তীব্র প্রতিযোগিতাও সামাল দিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়ে উবার ৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এর আগে প্রতিষ্ঠানটি চীনের দিদি ছুসিংয়ের কাছে নিজেদের সেখানকার ব্যবসায় ছেড়ে দেয়ার আগে তারা দুই শ’ কোটি ডলার খরচ করেছিল।
×