ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৪:০৭, ২৭ মার্চ ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(গতকালের পর বাকী অংশ) দ্বিতীয় অধ্যায় প্রস্তুতি-১ ॥ বহুনির্বাচনী-৯ ১৩। ১৯৭১সালের ১০ ডিসেম্বর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আশ্রয় দেওয়া হয়- (i) পাকিস্তানি প্রশাসনিক কর্মকর্তাদের (ii) বিদেশি নাগরিকদের (iii) ঢাকাস্থ কূটনীতিকদের। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৪। মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয়ভাগে বিভক্ত ছিল? (ক) ২ভাগে (খ) ৩ভাগে (গ) ৪ভাগে (ঘ) ৫ভাগে। ১৫। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রর পূর্ব নাম কি (ক) ঢাকা সম্প্রচার কেন্দ্র (খ) চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র (গ) আকাশবাণী সম্প্রচার কেন্দ্র (ঘ) কালুরঘাট সম্প্রচার কেন্দ্র। ১৬। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করার কারণ- (i) অস্ত্র সংগ্রহ (ii) যুদ্ধের পক্ষে জনমত গঠন (iii) বিদেশিদের সমর্থন আদায়। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৭। ১৯৭১ সালে ২৫মার্চ রাতে কত হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয় ? (ক) ৪ থেকে ৫ হাজার (খ) ৫ থেকে ৬ হাজার (গ) ৬ থেকে ৭ হাজার (ঘ) ৭ থেকে ৮ হাজার । ১৮। মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান- (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (খ) সৈয়দ নজরুল ইসলাম (গ) ক্যাপ্টেন মনসুর আলী (ঘ) অধ্যাপক ইউসুফ আলী। ১৯। নিলয়ের মামা ১৯৭১সালে নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় যুদ্ধ করেন।তিনি কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন? (ক) ৫নং সেক্টর (খ) ৭নং সেক্টর (গ) ১০নং সেক্টর (ঘ) ১১নং সেক্টর। ২০। ২৫মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে পূর্বশর্তগুলোর মধ্যে ছিল- (i) সামরিক শাসন প্রত্যাহার (ii) গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর (iii) সেনাবাহিনীদের বেতন বৃদ্ধি। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২১।’ অপারেশন জ্যাকপট’ কীসের নাম? (ক) অনুষ্ঠানের (খ) বিমান আক্রমন (গ) পরিকল্পনার (ঘ) অভিযানের। উত্তর ঃ ১৩(গ), ১৪(ক), ১৫(ঘ), ১৬(খ), ১৭(ঘ), ১৮(ঘ), ১৯(গ), ২০(খ), ২১(ঘ)।
×