ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৩:৫১, ২৭ মার্চ ২০১৮

মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ মার্চ ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে প্যাথলজিক্যাল টেস্ট ও চিকিৎসা সহায়তা কর্মসূচী উদ্বোধন করেছেন। সোমবার সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইসেন্স শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল ওমর আলী প্যাথলজি সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ, সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার, পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সীমান্তে মিষ্টি বিনিময় স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করে নিল বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সকালে একে অপরকে করাল মিষ্টি মুখ। বিনিময় হলো শুভেচ্ছা উপহারও। সকাল ১০টায় হিলি সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে আয়োজন করা হয় বন্ধুত্বের এই বন্ধন। উভয় বাহিনীর কোম্পানি কমান্ডাররা স্যালুটের মাধ্যমে নিজেদেরকে সম্মান জানান। এরপর বিজিবি দিবসটির শুভেচ্ছা জানিয়ে উপহারস্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেয় বিএসএফের হিলি বিওপির কোম্পানি কমান্ডারকে। বিএসএফও শুভেচ্ছার মাধ্যমে মিষ্টির প্যাকেট তুলে দেয় হিলি সিপি বিওপির বিজিবিকে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেন তারা।
×