ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৩:৫০, ২৭ মার্চ ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। -বিজ্ঞপ্তি। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকাল ৮টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয় ’৭১ এর পাদদেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। -বিজ্ঞপ্তি। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে রাজধানী ঢাকার উত্তরাস্থ ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৮টায় একযোগে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের বিভিন্ন কার্যক্রম। জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে দিবসটি উদ্যাপনের জন্য আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেনÑ উপাধ্যক্ষ খোকন চন্দ্র সরকার, বাংলা বিভাগের অধ্যাপক আবদুল মালেক, সহকারী অধ্যাপক এনামুল হক প্রমুখ। -বিজ্ঞপ্তি। বিইউপি সোমবার মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয় । দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ওপর আলোচনা সভা ও বিইউপি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই। -বিজ্ঞপ্তি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশ মোতাবেক একই সঙ্গে সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য, প্রধান উপদেষ্টা, ট্রেজারার, উপ-উপাচার্য, ডিন, বিভাগের প্রধানগণসহ সকল বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এবং কয়েক হাজার শিক্ষার্থী জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর তারা মিরপুর রোডে এক শোভাযাত্রা করে। -বিজ্ঞপ্তি। সরকারী কর্মকমিশন রবিবার বিকেল ৩টায় বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ের হলরুমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও কবিতা পাঠের এ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিশনের সদস্যবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চ-পাস্টের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে র‌্যালি বের করা হয়, র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতার ম্যুরাল ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য ‘জয়বাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ^বিদ্যালয়ের পক্ষে জাতির পিতার মুর‌্যাল ও জয়বাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন। -বিজ্ঞপ্তি ইস্টার্ন ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান, লে. জেনারেল (অব) এম হারুন-অর-রশিদ, বীর প্রতীক। সম্মানিত অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সমাজসেবক ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। -বিজ্ঞপ্তি সমবায় অধিদফতর সোমবার সমবায় অধিদফতরে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল ধানম-ির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সমবায় অধিদফতরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। -বিজ্ঞপ্তি
×