ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌলিক কমিউনিকেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৩:৪১, ২৭ মার্চ ২০১৮

মৌলিক কমিউনিকেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ইভেন্ট ম্যানেজমেন্ট ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশমূলক সংগঠন মৌলিক কমিউনিকেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে ‘সাংস্কৃতিক কর্মীদের আড্ডা’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলিক পরিবারের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আহমেদ খান। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা প্রসেনিয়াম থিয়েটারের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক লায়ন ভূঁইয়া মোহাম্মদ রাশেদ, এক্সট্রা কমিউনিকেশনের পরিচালক জোবায়ের রুবেল, মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সঙ্গীতশিল্পী খায়রুল বাশার, রেডিও ৭১-এর আর জে ওয়ালিদ, মাইমশিল্পী নিথর মাহমবুদ, অঙ্গীকার নাট্যদলের সাধারণ সম্পাদক, নাট্যকার, নাট্য প্রযোজক আসিফ মো : নজরুল, অভিনেতা শিশির আহমেদ, নাট্য নির্মাতা সঞ্জীব দাস, জাফর ইকবাল প্রমুখ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় শাওন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্তাবধানে ছিলেন মৌলিক কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদ। আড্ডা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন মাইমশিল্পী নিথর মাহবু, সঙ্গীতশিল্পী এইচ এম আলাউদ্দীন ও তার দলের শিল্পীরা। প্রসঙ্গত গত ২০১৬ সালের ১৯ মার্চ যাত্রা শুরু করে ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মৌলিক কমিউনিকেশন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাজু আহমেদের পরিচালনায় এই প্রতিষ্ঠানের ব্যানারে গত দুই বছরে বেশ কিছু সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
×