ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজের ক্ষমতা খর্বের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

প্রকাশিত: ০৩:৩৬, ২৭ মার্চ ২০১৮

নিজের ক্ষমতা খর্বের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সোমবার নিজের ক্ষমতা খর্ব করার প্রস্তাব দিয়েছেন। সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করার কথা বলেছেন। শুধু তাই নয় তিনি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার সুযোগও না থাকার কথা বলেন। এএফপি। দক্ষিণ কোরিয়ায় দুর্বল গণতন্ত্র বিরাজমান। তবে প্রেসিডেন্টের চরম নির্বাহী ক্ষমতা রয়েছে। যে কারণে সমালোচকরা একে দুর্নীতি প্রতিনিধিত্বকারী বলে অভিহিত করেছেন। যাতে বিরোধী মতকে চরমভাবে রুদ্ধ করে দেয়া হয়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় মুন সংবিধান সংশোধনের প্রতিজ্ঞা করেছিলেন। গত তিন দশকের মধ্যে এটি হবে দেশটির সংবিধান সংশোধনের প্রথম পদক্ষেপ। মুনের প্রস্তাব পার্লামেন্ট গ্রহণ করে জুন মাসে গণভোটের আয়োজন করবে। এতে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করার কথা বলা হবে। সুযোগ থাকবে একজন ব্যক্তি দুবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার। খসড়া প্রস্তাবটিতে নির্বাচনে ভোট দেয়ার বয়স ১৯ থেকে কমিয়ে ১৮ করার কথাও বলা হয়েছে। এসব পরিবর্তন পরবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে। যা মুন ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রয়োগ করবেন না। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ক্ষমতাচ্যুত হওয়ার পর মুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়ার সাবেক একনায়ক পার্ক চুং-হির হত্যাকা-ের পর প্রেসিডেন্ট পদের সময় সীমিত করা হয়। তিনি স্বাধীনভাবে প্রেসিডেন্সি চালিয়েছেন। পার্ক চুং ১৯৬১ থেকে ১৯৭৯ পর্যন্ত ক্ষমতাসীন ছিলেন। তিনি বেশ কয়েকটি সাংবিধানিক সংশোধন এনে প্রেসিডেন্সিকে শক্তিশালী করেন। যার অনেকগুলো এখনও অপরিবর্তিত রয়েছে।
×