ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিসরে একতরফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ০৩:৩৫, ২৭ মার্চ ২০১৮

মিসরে একতরফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মিসরে সোমবার থেকে তিনদিনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আসসিসির কোন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন একতরফা হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি। সোমবার সকালে কায়রো ও এর আশপাশের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন ধরে অপেক্ষা করতে গেছে। তবে ভোটারদের সংখ্যা খুব বেশি ছিল না বলে বিদেশী সাংবাদিকরা জানিয়েছেন। স্বীকৃত বিরোধীদলগুলো ভোট বর্জন করায় ও শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান সিসি সহজ জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করার পর স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিক মোস্তফা মুসা সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে আছেন। কিন্তু মুসা নিজেও প্রেসিডেন্ট সিসির সমর্থক হিসেবে পরিচিত। সিসির পুনর্নির্বাচনের প্রতি তার সমর্থন আছে। ৮ কোটি ৪০ লাখ জনসংখ্যার মিসর সবচেয়ে বড় আরব দেশ। আধুনিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দেশটি কেন্দ্রীয় একটি ভূমিকা পালন করে আসছে। তফসিল ঘোষণার পর সাত জন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এগিয়ে এসেছিলেন। কিন্তু পরে তাদের অধিকাংশই প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এদের মধ্যে মানবাধিকার আইনজীবী খালিদ আলি ও সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক অন্যতম। গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের একমাত্র প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান সিসি। এরপর ২০১৪ সালে সামরিক শাসনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে সিসি বড় ধরনের জয় পেয়ে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
×