ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেরেমি করবিনের ওপর সন্তুষ্ট নয় ইহুদী গ্রুপগুলো

প্রকাশিত: ০৩:৩৪, ২৭ মার্চ ২০১৮

জেরেমি করবিনের ওপর সন্তুষ্ট নয় ইহুদী গ্রুপগুলো

ব্রিটেনের বিরোধী লেবার পার্টির মধ্যে ইহুদীবিরোধী মনোভাব দমন করতে জেরেমি করবিন ব্যর্থ হয়েছেন বলে ইহুদী গ্রুপগুলো এক খোলা চিঠিতে তার তীব্র সমালোচনা করেছে। ইহুদীদের এসব অভিযোগের প্রেক্ষিতে করবিন লেবার পার্টির অভ্যন্তরে থাকা কোন কোন ইহুদী বিদ্বেষীর এ ধরনের আচরণে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। বিবিসি। করবিন বলেন, তিনি তার দলের প্রতি আস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে ইহুদী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তবে যে সংস্থাগুলো খোলা চিঠি দিয়েছে তারা সোমবার পার্লামেন্ট ভবনের সামনে এক বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করেছে বলে জানা গেছে। ব্রিটিশ ইহুদীদের একটি প্রতিনিধি দল ও ইহুদীদের নেতৃত্বদানকারী কাউন্সিলের সমন্বয়ে লেখা এই খোলা চিঠিতে বলা হয় যে, লেবার পার্টি নেতা দলের অভ্যন্তরে ইহুদীবিদ্বেষী মনোভাব যথাযথভাবে মোকাবেলা করতে উপর্যুপরি ব্যর্থ হয়েছেন। এর কারণ হিসেবে তারা পার্টি লিডার করবিনকে অতি বামপন্থী নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন যে, তিনি ইহুদীবিরোধী মনোভাব সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালে ‘মেয়র ওয়ান’ নামের একজন পথশিল্পী পূর্ব লন্ডনে ‘মানবতার মুক্তি’ নামে তথাকথিত ইহুদীবিরোধী ম্যুরালের একটি ছবি তার ফেসবুকে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন, আগামীকাল হয়তো তারা আমার শিল্পকর্মকে বাক স্বাধীনতার নামে অনাবৃত করতে চাইবে। এর জবাবে লেবার পার্টি নেতা করবিন বলেছিলেন, লেনিনের ছবি আছে বলে রকার ফেলার যেখানে দিয়েগো ভিয়েবার ম্যুরাল ভেঙ্গে ফেলেন, সে তুলনায় তুমি তো ভাল কাজই করেছ। এর পরপরই ইহুদী সংস্থাগুলোর পক্ষ থেকে করবিনকে ইহুদীবিরোধীদের প্রতি সহানুভূতিপ্রবণ বলে দাবি করা হচ্ছে। এছাড়াও হেজবুল্লাহপন্থী সমাবেশে তার উপস্থিতির জন্য তাকে দোষারোপ করা হচ্ছে। অতি সম্প্রতি পার্লামেন্ট সদস্য লুসিয়ানা বার্জার ২০১২ সালে লেবার পার্টির দলনেতার মন্তব্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। অন্যদিকে ইহুদীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে, লেবার নেতা সরাসরি ইহুদীবিরোধী শক্তির পক্ষ নিয়েছেন। তাদের চিঠিতে করবিনকে এটি সেমেটিক গোষ্ঠীর প্রতিভূ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই খোলা চিঠি লেবার এমপি ও লর্ডসভার সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। তবে এতে করবিন সম্ভবত উপস্থিত থাকবেন না। করবিন তার ২০১২ সালের ফেসবুক মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আগামীতে আমি ইহুদী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বিষয়টি সুরাহা করার চেষ্টা করব এবং তার দলের প্রতি তাদের আস্থা পুনঃ প্রতিষ্ঠার জন্য কাজ করব। এদিকে ২০১২ সালে নির্মিত ম্যুরালশিল্পী মেয়র ওয়ান তার শিল্পকর্মে কোন ইহুদী বিরোধিতা নেই বলে দাবি করেছেন। তিনি এতে কেবল শ্রেণী ও অধিকার এর বিষয়টি ফুটিয়ে তুলেছেন বলে জানিয়েছেন। এছাড়াও এন্ডি ম্যাকডোনাল্ড ও স্যার কির স্টারমার নামে অন্য লেবার এমপি করবিনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে লেবার দলে ইহুদীবিরোধী মনোভাব পোষণের দায়ে পার্লামেন্ট সদস্য নাজ শাহ ও লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনকে বরখাস্ত করা হয়।
×