ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমতলীতে হাতুড়ি পিটিয়ে গুরুতর জখম

প্রকাশিত: ০২:২২, ২৬ মার্চ ২০১৮

আমতলীতে হাতুড়ি পিটিয়ে গুরুতর জখম

নিজস্ব সংবাদদাতা,আমতলী,বরগুনা ॥ পানি সেচ দেওয়া মেশিনের ভাড়া চাওয়ায় তৈয়ব গাজী (৪৫) ও সোহেল তালুকদারকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমতলী উপজেলার ঘোপখালী গ্রামের সন্ত্রাসী নয়া তালুকদার ও তার লোকজন প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ টায় ঘোপখালী বাজারের ইউনিয়ন পরিষদের সংলগ্ন স্থানে। আহত তৈয়ব গাজীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ঘোটখালী গ্রামের নয়া তালুকদার ও তার সহযোগী মাসুম তালুকদার, বাশার আকন, আতিক হাওলাদার, আলমগীর হাওলাদার ও মনির মুন্সি তাফালবাড়ীয়া খাল দখল করে। ওই খালের পানি সেচ দেয়ার জন্য গত বৃহস্পতিবার একই গ্রামের তৈয়ব গাজীর মেশিন ঘন্টায় এক’শ টাকায় ভাড়া নেয়। গত তিন দিনে মেশিনের ভাড়া পরিশোধ করেনি নয়া তালুকদার ও তার লোকজন। রবিবার বিকেলে ভাড়া টাকার জন্য নয়া তালুকদারের কাছে যায় তৈয়ব গাজী। সে (নয়া) মেশিনের ভাড়া টাকা না দিয়ে উল্টো তাকে (তৈয়ব) গালাগাল করে তাড়িয়ে দেয়। ওই দিন রাতে তৈয়ব গাজী এ ঘটনা নয়া তালুকদারের বাবা আবদুস সালাম তালুকদারকে জানায়। এতে ক্ষিপ্ত হয় নয়া তালুকদার ও তার সহযোগীরা। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তৈয়ব গাজীকে পরিকল্পিতভাবে নয়া তালুকদার ও তার সহযোগীরা প্রকাশ্যে দিবালোকে হাতুড়ি দিয়ে পেটাতে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তৈয়ব গাজীতে রক্ষায় শ্যালক সোহেল এগিয়ে এতে তাকেও পিটিয়ে আহত করে। এ ঘটনা স্থানীয় লোকজন দাড়িয়ে প্রত্যক্ষ করে। তাকে কুপিয়ে সন্ত্রাসীরা রাস্তায় ফেলে রেখে চলে যায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে তৈয়ব গাজীর মাথায় চারটি, কনুইতে ও হাটুতে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তৈয়ব গাজীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ওইদিন বিকেল সাড়ে পাচটায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটয়াখালী জরুরী বিভাগের সহকারী চিকিৎসক মোঃ সেলিম মিয়া বলেন, তৈয়ব হাজীর কপালে একটি,মাথায় তিনটি, কনইতে একটি ও হাটুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। কপালের আঘাত অস্ত্র পাচারের মাধ্যমে চিকিৎসা করাতে হবে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছি। তিনি আরও বলেন, তার অবস্থা সংকটজনক। আহত সোহেল তালুকদার বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তৈয়ব গাজীকে হাতুড়ি দিয়ে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তিনি আরও বলেন, আমি তৈয়ব গাজীতে রক্ষা করতে এগিয়ে গেলে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ দৃশ্য স্থানীয়রা প্রত্যক্ষ করলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। আমতলী থানার এস আই মোঃ মাসুদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তৈয়ব গাজীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমতলী থানার ওসি(তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
×