ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১৮:২৬, ২৬ মার্চ ২০১৮

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আজ সোমবার মাগুরায় নানা কর্মসুচি ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয় । জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন , বিভিন্ন সরকারী দপ্তর , শিক্ষা প্রতিষ্ঠান , জেলা আইনজীবী সমিতি , মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ খেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় । সকাল ৮ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামে পুলিশ ,আনসার ,ভিডিপি ,ফায়ার সার্ভিস ,স্কাউট ,গার্ল গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয় । কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক আতিকুর রহমান ও পুলিশ সুপার খান মো: রেজোয়ান । অনুষ্ঠানে সংসদ সদস্য কামরুল লায়লা জলি সহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন । দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান , দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোতাজাত এবং মন্দির , গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয় । হাসপাতাল .জেলখানা , সরকারি শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় । শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা , মুক্তিযোদ্ধাভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি ।
×