ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে বন্দী রেখে ফের ভোটারবিহীন নির্বাচন চায় আওয়ামী লীগ ॥ রিজভী

প্রকাশিত: ০৮:২১, ২৬ মার্চ ২০১৮

       খালেদা জিয়াকে বন্দী রেখে ফের ভোটারবিহীন নির্বাচন চায় আওয়ামী লীগ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে বন্দী রেখে আওয়ামী লীগ আবারও ভোটারবিহীন নির্বাচনের নীলনক্সায় ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি না দিলে চলমান আন্দোলনের স্রোত তীব্র বেগে ধাবিত হবে এবং সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্নসাধ ধুলোয় লুটিয়ে যাবে। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। পৃথিবীর কোথাও প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দেয়ার নজির নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, আমি জানতে চাই, পৃথিবীর কোথায় সংসদ বহাল রেখে নির্বাচন হয়। নিজেদের জনসমর্থনহীন ক্ষমতা ধরে রাখতে গোপন আঁতাতের জন্য আপনারাই সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুর দৌড়ঝাঁপ করছেন। ‘সংসদ রেখে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে’ বলে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ যে কথা বলেছেন তার নিন্দা জানিয়ে রিজভী বলেন, এরশাদ প্রধানমন্ত্রীর কাছ থেকে হাত খরচ পান, তিনি তো এমন কথা বলবেনই। রুহুল কবির রিজভী বলেন, আইন ও নৈতিকতায় খালেদা জিয়া নির্দোষ। কিন্তু তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেয়ায় মানুষের কাছে তিনি আরও বেশি জনপ্রিয় হয়েছেন। খালেদা জিয়ার ওপর সরকারের দুর্বিষহ নির্যাতনে মানুষ ক্ষোভে-ক্রোধে অগ্নিগর্ভ হয়ে আছে। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুদক হাইকোর্টে আপীল করেছে। প্রধানমন্ত্রী যা চায় দুদক তাই করে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে, অন্যথায় গণআন্দোলনের মুখে সরকারের পতন হবে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীর কারণে আওয়ামী লীগের জ্বালা বাড়ছে- ড. মোশাররফ ॥ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীর কারণে আওয়ামী লীগের জ্বালা বাড়ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘স্বৈরতন্ত্রের কবলে স্বাধীনতা, গণতন্ত্র ও মৌলিক অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×