ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘স্বল্প ব্যয়ে কর্মী প্রেরণ করতে ভিসা ট্রেডিং বন্ধ করতে হবে’

প্রকাশিত: ০৮:১৮, ২৬ মার্চ ২০১৮

  ‘স্বল্প ব্যয়ে কর্মী প্রেরণ করতে ভিসা ট্রেডিং বন্ধ করতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ স্বল্পব্যয়ে কর্মী প্রেরণ করতে হলে ভিসা ট্রেডিং বন্ধ করতে হবে। দীর্ঘদিন ধরে একটি চক্র ভিসা ট্রেডিং করে আসছে। ফলে বিদেশে কর্মী নিয়োগে খরচ বেশি লাগছে। ভিসা ট্রেডিং চক্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার না হলে জনশক্তির বাজার মারাত্মক হুমকির মুখে পড়বে। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পরিপ্রেক্ষিতে আয়োজিত ‘সেবা সপ্তাহ’ উপলক্ষে ‘স্বল্পব্যয় ও নিরাপদ অভিবাসন নাগরিক দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সেমিনারে স্বল্পব্যয় ও নিরাপদ অভিবাসন নাগরিক দায়িত্ব শীর্ষক আলোচকরা বলেন, রিক্রুটিং এজেন্সি, এনজিও, নাগরিকের দায়িত্ব ও মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) মহাসচিব মোঃ রুহুল আমিন স্বপন, মিডিয়া ব্যক্তিত্ব ও শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ, বায়রা যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, ওয়্যারবী’র চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, বেসরকারী প্রতিষ্ঠান বে-ইস্টার্ন এর ব্যবস্থাপনা পরিচালক মিস ফারাহ আনজুম বারী, আরমান এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন, এসএ ট্রেডিং এর স্বত্বাধিকারী আব্দুল আলীম প্রমুখ।
×