ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচিত টেস্টে অসিদের ৩২২ রানে হারাল প্রোটিয়ারা

প্রকাশিত: ০৮:০৩, ২৬ মার্চ ২০১৮

আলোচিত টেস্টে অসিদের ৩২২  রানে হারাল প্রোটিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ ডারবানে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে অপ্রতিরোধ্য এক অস্ট্রেলিয়াকেই দেখা গিয়েছিল। সবকিছু স্বাভাবিকই ছিল, কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে বরাবরই অসিদেরই দাপট। কিন্তু পোর্ট এলিজাবেথে হওয়া দ্বিতীয় টেস্টে তাদের নতি স্বীকার এবং প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার অসংলগ্ন আচরণে সিরিজটি আলোচনার শীর্ষে ছিল। এবার সব ঘটনাকে ধামাচাপা দিয়ে বিতর্কিত বল টেম্পারিংয়ে কেপটাউন টেস্টে সফরকারী অসিরা হয়েছে বিপর্যস্ত। ম্যাচেও হেরে গেছে তারা ৩২২ রানের বড় ব্যবধানে। ফলে ৪ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচের তৃতীয় দিন ক্যামেরন ব্যানক্রফটকে দেখা গেছে সিরিষ কাগজের ঘষায় বলের ঔজ্জ্বল্য নষ্ট করতে। পরে জানা যায় এমনটা করতে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার স্বয়ং ইন্ধন জুগিয়েছিলেন। এ কারণে স্মিথ ও ওয়ার্নারকে পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ব্যানক্রফট। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যতটা ক্ষেপেছে তাতে আজীবন নিষেধাজ্ঞা পেতে পারেন স্মিথ ও ওয়ার্নার। ব্যাট-বলের প্রতিযোগিতায় প্রতারণার এমন বিষয় স্বীকার করেও চারদিকের চাপে কেপটাউন টেস্টে দ্বিতীয় ইনিংসে চরম ভরাডুবি হয়েছে অসিদের। মাত্র ১০৭ রানেই গুটিয়ে গেছে তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৩২ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে, অপর ওপেনার ব্যানক্রফট করেন ২৬। দুই অঙ্কের কোটা আর ছুঁতে পেরেছেন শুধু মিচেল মার্শ ১৬ রান করে। কিন্তু মানসম্মান যাওয়া অসিদের এতে করে সম্ভ্রম রক্ষা হয়নি। অসি ক্রিকেটারদের বিপর্যস্ত মানসিক অবস্থার সুযোগ নিয়ে ৫ উইকেট শিকার করে একাই ধস নামিয়েছেন প্রোটিয়া পেসার মরনে মরকেল। কেশব মহারাজ নেন ২ উইকেট। এর আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। আগের দিনের ৫ উইকেটে ২৩৮ রান নিয়ে খেলতে নেমেছিল প্রোটিয়ারা। অপরাজিত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স দ্রুতই ফিরে যান ৬৩ রান করে। তবে কুইন্টন ডি কক দীর্ঘক্ষণ থেকে ৬৫ রান করেন। তাকে দারুণ সঙ্গ দিয়ে সপ্তম উইকেটে ৫৫ রান যোগ করেন ভারনন ফিল্যান্ডার। শেষ পর্যন্ত তিনি ৫২ রানে অপরাজিত থাকলে সবমিলিয়ে ৪২৯ রানের লিড পেয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট নেন জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লিয়ন।
×