ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে সমর্থন অটুট ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৮, ২৬ মার্চ ২০১৮

ফিলিস্তিনে সমর্থন অটুট ॥ প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ ফিলিস্তিনের প্রতি সমর্থন অটুট থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে এ দেশটির বিশেষ জায়গা রয়েছে। রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনী ফাতাহ আন্দোলনের মহাসচিব এবং ফুটবল এ্যাসোসিয়েশন ও অলিম্পিক কমিটির সভাপতি জিব্রিল রজব সাক্ষাত করতে গেলে তাকে একথা বলেন বাংলাদেশের সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ফাতাহ আন্দোলনের মহাসচিব বলেছেন জেরুজালেম ইস্যুতে ফিলিস্তিন কখনও আপস করবে না। বাংলাদেশের জাতির জনককে স্মরণ করে ফিলিস্তিনী নেতা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নন, ফিলিস্তিনেরও। তিনি জানান, হেবরন শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের কথা স্মরণ করেন শেখ হাসিনা। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে শুভেচ্ছাও জানান তিনি। ফিলিস্তিনের প্রতি শেখ হাসিনার শক্ত সমর্থনের জন্য তার প্রশংসাও করেন জিব্রিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণও জানান তিনি। ফাতাহ মহাসচিব বলেন, ফিলিস্তিনীরা মধ্যপ্রাচ্য সঙ্কটের শান্তিপূর্ণ ও অহিংস সমাধান চায়। একইসঙ্গে ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে মুখ্য সচিব নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।
×