ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

’২১ সাল নাগাদ ৫জি শুরুর প্রস্তুতি নিন ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০৭:৩৯, ২৬ মার্চ ২০১৮

’২১ সাল নাগাদ ৫জি শুরুর প্রস্তুতি নিন ॥ মোস্তাফা জব্বার

স্টাফ রিপোর্টার ॥ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ২০২১ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগ সেবা শুরুর ঘোষণা দিয়েছেন। এ জন্য এখন থেকেই বিটিআরসিকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। আমরা ফোরজি বা অন্য বিষয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সমানতালে এগিয়ে যেতে পারিনি। এখনও অনেকটা পিছনে পড়ে আছি। আমাদের কাছে প্রশ্ন হওয়া উচিত আমরা কি ফাইভজিতেও পিছিয়ে থাকব। ২০২০ সাল নাগাদ পৃথিবীর অনেক দেশ ফাইভজিতে বাণিজ্যিক সেবা চালু করবে। আমি হয়ত ২০২০ এ পারব না। তাই বলে কি পরের বছর পারব না? অনুরোধ করব আমাদের উচিত উন্নত দেশগুলো ফাইভজি পরীক্ষামূলকভাবে করতে পারে আমরা কেন করতে পারব না। আমরা জুন মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করতে পারি কিনা? আমাদের সঙ্গে যারা কাজ করে তারা দক্ষতার সঙ্গে কাজ করছে। রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসিতে) সম্মেলন কক্ষে ‘স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল থেকে উত্তরণে টেলিযোগাযোগ সেক্টরের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। সেমিনারে ২০২১ সাল নাগাদ ফাইভজি শুরুর প্রস্তুতির আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, আমাদের প্রস্তুতি থাকা দরকার। আমাদের একটা মাইলফলক আছে ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে। ২০২১ সালের ১৬ ডিসেম্বরের আগে আমরা কি পঞ্চম প্রজন্মের টেলিযোগাযোগের মধ্যে প্রবেশ করতে পারি না। আমি বিশ্বাস করি আজকে থেকে চিন্তা করব সেই মাইলফলক অর্জন করতে। বিটিআরসি চেয়ারম্যানের এটি লক্ষ্য থাকা উচিত ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ হবে পুরোপুরি ডিজিটাল বাংলাদেশ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার এবং বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বক্তব্য রাখেন। বিটিআরসি চেয়ারম্যান বলেন, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য বিটিআরসিতে একটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া যেতে পারে।
×