ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশিত: ০৭:০০, ২৬ মার্চ ২০১৮

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বাংলা দ্বিতীয় পত্র

১। ‘দেখিতে বাসনা মাগো তোমার চরণ’ এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. ইচ্ছা প্রকাশে খ. আবশ্যকতা অর্থে গ. বিশেষ্যের সঙ্গে অন্বয় সাধনে ঘ. উদ্দেশ্য বা নিমিত্ত অর্থে ২। ‘দৌলত’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. আরবি খ. ফারসি গ. হিন্দি ঘ. পর্তুগিজ ৩। ‘ণত্ব ও ষত্ব বিধান’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. বাক্যতত্বে খ. ধ্বনিতত্বে গ. শব্দতত্বে ঘ. অর্থতত্বে ৪। কোনটি বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য? ক. যতই করিবে দান ততই যাবে বেড়ে খ. তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি গ. যে এ সভায় অনুপস্থিত, সে বড়ই দুর্ভাগা ঘ. মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে ৫। ‘এখন শুয়ে পড়’-এখানে ‘পড়’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. সমাপ্তি খ. ব্যাপ্তি গ. ক্রমশ ঘ. পরীক্ষা ৬। দন্ত মূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি কোনগুলো? ক. ত থ দ ধ ন খ. ট ঠ ড ঢ ণ গ. শ ষ স হ ঘ. চ ছ জ ঝ ঞ ৭। জ্ঞ-এর উচ্চারণ কেমন হবে? ক. গঁ-এর মতো খ. ‘গ্ গ’-এর মতো গ. ‘গ্ গ্য’-এর মতো ঘ. গ্ গ্যঁ-এর মতো ৮। সাধারণত বাংলায় শব্দের অন্তে কোন ব্যঞ্জনটি প্রায়ই অনুচ্চারিত থাকে? ক. ঞ খ.ং গ. ঃ ঘ. ঁ ৯। প্রগত সমীভবনের উদাহরণ কোনটি? ক. চক্র>চক্ক খ. তুলা>তুলো গ. তৎ+জন্য>তজ্জন্য ঘ. বিদ্যা>বিজ্জা ১০। ‘কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়-এর উদাহরণ কোনটি? ক. রোষ খ. উৎকৃষ্ট গ. সুষুপ্ত ঘ. অভিষেক ১১। কোন সন্ধিটি বিশেষ নিয়মে সাধিত হয়েছে? ক. উৎ+স্থাপন = উত্থাপন খ. পতৎ+অঞ্জলি = পতঞ্জলি গ. এক+দশ = একাদশ ঘ. যাচ্+না = যাঞ্চা ১২। ‘অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচকতা বোঝায়’-এর উদাহরণ কোনটি? ক. গয়লা-গয়লা বউ খ. তাঐ-মাঐ গ. এঁড়ে বাছুর-বকনা বাছুর ঘ. কর্মী-মহিলা কর্মী ১৩। ‘পৌনঃপুনিকতা বোঝাতে’ অব্যয়ের দ্বিরুক্তি কোনটি? ক. ডেকে ডেকে হয়রান হয়েছি খ. বারবার সে কামান গর্জে উঠল গ. ফোঁড়াটা টনটন করছে। ঘ. এদিকে রোগীর তো যায় যায় অবস্থা ১৪। তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত? ক. বাংলা খ. সংস্কৃত গ. উর্দু ঘ. হিন্দি ১৫। ‘কম্পন’ শব্দের সঙ্গে কোন বহুবচন বোধক শব্দ বসবে? ক. দাম খ. নিচয় গ. নিকর ঘ. গুচ্ছ ১৬। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ হলো- ক. টাক, টুকু টুক, টো খ. কেতা, তা পাটি গ. টি, টা ঘ. গোটা,খানি ১৭। ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলে কোন তৎপরুষ সমাস হয়? ক. পঞ্চমী খ. চতুর্থী গ. তৃতীয়া ঘ. দ্বিতীয়া ১৮। সংখ্যাবাচক বহুবাচক বহুব্র্রীহি সমাসের উদাহরণ কোনটি? ক. অচেনা খ. অচিন গ. অঝোর ঘ. অথৈ ২০। ‘দোলা’ অর্থে কোন ধাতুটি ব্যবহৃত হয়েছে? ক. টান খ. লটক গ. ঝুল ঘ. জস ২১। ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? ক. আ খ. অন্ত গ. অনা ঘ. আও ২২। ‘ঘ্যণ’ প্রত্যয়ে কী ইৎ হয়? ক. ‘ঘ’-ইৎ হয় খ. ‘ণ’ ইৎ হয় গ. ঘ, ণ ইৎ হয় ঘ. য-ফলা ইৎ হয় ২৩। ‘বৃত্তি’ বা ব্যবসায় অর্থে ই-প্রত্যয়ের ব্যবহার কোনটিতে হয়েছে? ক. উমেদার-উমেদারি খ. চাষ-চাষি গ. দোকান-দোকানি ঘ. সরকার-সরকারি ২৪। যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? ক. মহাযাত্রা খ. সন্দেশ গ. চিকামারা ঘ. হরিণ ২৫। গুণবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? ক. দুঃখ খ. ভোজন গ. দল ঘ. কলম ২৬। বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে কী বলে? ক. প্রযোজক কর্ম খ. মুখ্য কর্ম গ. গৌণ কর্ম ঘ. ধাত্বর্থক কর্ম ২৭। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি? ক. আকাশে চাঁদ দেখি না খ. আমি রাতে ভাত খাব না গ. ছেলেটা কানে শোনে না ঘ. বাবাকে আমার খুব ভয় করে উত্তর: ১. গ ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. গ।
×