ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পর্যটকদের আরও উন্নত সেবা প্রদান চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ মার্চ ২০১৮

পর্যটকদের আরও উন্নত সেবা প্রদান চায় এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থাপনা আরও নিয়মতান্ত্রিক ও যাত্রীবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে এফবিসিসিআই। দেশীয় যাত্রীদের পাশাপাশি প্রতিবছর যে বিপুল পরিমাণ পর্যটক ব্যবসায়িক প্রয়োজনে এবং ভ্রমণের উদ্দেশে বাংলাদেশে আসছে তাদের উন্নততর সেবা প্রদান করা দরকার বলে এফবিসিসিআই মনে করে। এফবিসিসিআইয়ের মতে, প্রতিযোগিতামূলক বিমান পরিবহন খাতে যাত্রী আকর্ষণে উন্নত বিমান সেবা এবং বিমানবন্দরের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। রবিবার অনুষ্ঠিত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম (সিভিল এভিয়েশন) বিষয়ক এক সভায় এসব বিষয় আলোচনা করা হয়। কমিটির ডাইরেক্টর ইন-চার্জ শমী কায়সার এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় দেশের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থাপনা, সম্ভাবনাময় পর্যটন খাতের সদ্ব্যবহার এবং দেশের বিমানবন্দর সেবার মূল সমস্যাগুলো চিহ্নিত করে সেসব সমাধানে এ কমিটির পক্ষ থেকে কাজ করার পরিকল্পনা জানান। কমিটির চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ। কমিটির সদস্যবৃন্দ ছাড়াও এফবিসিসিআইয়ের পরিচালক নিজামুদ্দিন রাজেশ এবং দেশের বিভিন্ন বিমান পরিবহন সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, বাংলাদেশে প্রতিবছর ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশে আসা পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরসহ দেশের বিমান বন্দরগুলোর সেবা কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত হচ্ছে না। দেশের ইমেজ বৃদ্ধি এবং আরও পর্যটক আকর্ষণে বিমান বন্দরগুলোর দক্ষতা ও সেবার মান বাড়ানোর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরী বলে তারা উল্লেখ করেন। সভায় আলোচকবৃন্দ পর্যটন খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার দিকটি তুলে ধরে বলেন, শুধু বেড়ানোর উদ্দেশে নয়, বাংলাদেশ টেক্সটাইল ট্যুরিজম, ফ্যাশন ট্যুরিজম, মিডিয়া ট্যুরিজম, ভিলেজ ট্যুরিজম ইত্যাদির এক উল্লেখযোগ্য গন্তব্য হতে পারে। এক্ষেত্রে তাই সরকারকে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে, যেখানে বেসরকারী খাতও যথাযথ অবদান রাখবে। পর্যটন খাতের উন্নয়ন এবং বিমান বন্দর সেবায় বিদ্যমান সমস্যাগুলো দূরীকরণে এ কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর ওপর প্রভাব বিস্তার করে যাবে বলে সভায় বক্তাগণ দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। কমিটি সিদ্ধান্ত নেয়, সরকার ও বেসরকারী খাত একযোগে কাজ করার লক্ষ্যে আগামী মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে এফবিসিসিআইয়ের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হবে, যেখানে এ খাতের প্রধান কয়েকটি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। সভায় সম্প্রতি কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মর্মান্তিক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়।
×