ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় আর্থিক খাতের ১৪ কোম্পানি

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ মার্চ ২০১৮

লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় আর্থিক খাতের ১৪ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা শুরু করেছে। ইতোমধ্যে নন-ব্যাংকিং আর্থিক খাতের ৮ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। অবশিষ্ট ১৪ কোম্পানি লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় রয়েছে। পুঁজিবাজারে অব্যাহত পতনের কারণে আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বেশি পতন হয়েছে। তারপরও লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় থাকা আর্থিক খাতের কোম্পানিগুলো বিনিয়োগকারীদের বিশেষ নজর রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় থাকা ১৪ কোম্পানি হলোÑ বে-লিজিং, বিডি ফিন্যান্স, বিআইএফসি, ফারইস্ট ফিন্যান্স, ফাস ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, মাইডাস ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স, ফিনিক্স ফিন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটেল ও উত্তরা ফিন্যান্স লিমিটেড। অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ইতেমধ্যে জন্য লভ্যাংশ ঘোষণা করা ৮ কোম্পানি হলোÑ ডিবিএইচ, জিএফসি ফিন্যান্স, আইডিএলসি, আইপিডিসি, ইসলামিক ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। তথ্য বিশ্লেষণে দেখা যায়, লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় থাকা ১৪ কোম্পানির মধ্যে মুনাফায় রয়েছে ৯ কোম্পানি। মুনাফায় থাকা কোম্পনিগুলো মধ্যে শীর্ষে রয়েছে উত্তরা ফিন্যান্স। সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ৮৭ পয়সা। ২য় অবস্থানে থাকা ফিনিক্স ফিন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। এরপর মাইডাসের ১ টাকা ৩৫ পয়সা, প্রিমিয়ার লিজিংয়ের ৭১ পয়সা, ফাস ফিন্যান্সের ৭০ পয়সা, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫৪ পয়সা, বিডি ফিন্যান্সের ৫১ পয়সা এবং পিপলস লিজিংয়ের ৫১ পয়সা। অপরদিকে, সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে লোকসানে রয়েছে ৫ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে ফাস্ট ফিন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা, ইউনিয়ন ক্যাপিটালের ২ টাকা ১৮ পয়সা, প্রাইম ফিন্যান্সের ৩ টাকা ৩৬ পয়সা, ফারইস্ট ফিন্যান্সের ৫ টাকা ১০ পয়সা এবং বিআইএফসির ৫ টাকা ৪৫ পয়সা। লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় থাকা কোম্পানিগুলোর মধ্যে গতবছর সর্বোচ্চ লভ্যাংশ দিয়েছিল উত্তরা ফিন্যান্স। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর ফিনিক্স ফিন্যান্স ২০ শতাংশ নগদ, বিডি ফিন্যান্স ২০ শতাংশ বোনাস, ইউনিয়ন ক্যাপিটাল ১০ শতাংশ বোনাস, ফাস ফিন্যান্স ৫ শতাংশ বোনাস, ইন্টারন্যাশনাল লিজিং ৫ শতাংশ বোনাস, প্রিমিয়ার লিজিং ৫ শতাংশ নগদ এবং ফারইস্ট ফিন্যান্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে মাইডাস ফিন্যান্স, পিপলস লিজিং, বিআইএফসি ও প্রাইম ফিন্যান্স গতবছর কোন লভ্যাংশ দেয়নি। ফলে কোম্পানিগুলোর শেয়ার বছরব্যাপী ‘জেড’ গ্রুপের অধীনে লেনদেন হচ্ছে।
×