ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন তলানিতে

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ মার্চ ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন তলানিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও তলানিতে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ২২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬৩ কোটি ৬৭ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের বড় উত্থান দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ মার্কেন্টাইল ব্যাংক, সালভো কেমিক্যাল, আমরা নেটওয়ার্ক, কুইন সাউথ টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ ও মুন্নু সিরামিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রেকিট বেনকিসার, স্টাইলক্রাফট, নদার্ন জুট, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এপোলো ইস্পাত, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড ও ইসলামিক ফাইন্যান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ কুইন সাউথ টেক্সটাইল, আলি ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইড, ঝিল বাংলা সুগার, ইমাম বাটন, সিএপিএ মিউচুয়াল ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ, তাকাফুল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার ও উত্তরা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বিএসআরএম লিমিটেড, সালভো কেমিক্যাল, কুইন সাউথ টেক্সটাইল, বিবিএস কেবল, ফু-ওয়াং ফুড, লাফার্জ হোলসিম, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিক ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×