ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাঁটুর ইনজুরি এ বাঁহাতি ওপেনারের

এক মাসেরও বেশি মাঠের বাইরে থাকবেন তামিম

প্রকাশিত: ০৬:৩২, ২৬ মার্চ ২০১৮

এক মাসেরও বেশি মাঠের বাইরে থাকবেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসে নিদাহাস ট্রফি চলার সময় কিছু জানা যায়নি। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল অবশ্য ভারতের বিপক্ষে ফাইনালে ফিল্ডিং করেননি। আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল আর তিনি করেছিলেন ১৫ রান। ওই ম্যাচেও জানা যায়নি তার কি অবস্থা। কিন্তু শ্রীলঙ্কা থেকে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরের এলিমিনেটর ম্যাচেও তিনি নেমেছেন, এবার ব্যাটিংয়ে ২৭ রান করলেও ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে হাঁটুর ব্যথার কারণে। থাইল্যান্ডের ব্যাংককে বাঁ হাঁটুর এমআরআই করানোর পর রিপোর্ট তেমন ভাল আসেনি তার। প্রাথমিকভাবে চিকিৎসকরা তামিমকে আগামী ৫/৬ সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। এই সময়ে পুনর্বাসন প্রক্রিয়ার বাইরে আর কোন কিছুই করতে পারবেন না তিনি। তবে আগামী জুনের আগে বাংলাদেশ দলের কোন খেলা না থাকায় টাইগার জার্সিতে হয়তো পরবর্তী সিরিজেই দেখা যাবে তাকে। তামিমের হাঁটুর সমস্যাটা পুরনো। অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াং তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। তবে ওই অস্ত্রোপচারের জায়গায় বেশ কিছুদিন থেকেই ব্যথা অনুভব করছিলেন তিনি। ব্যথার কারণেই পাকিস্তান সুপার লীগের (পিএসএল) শেষ দুই ম্যাচ খেলেননি। রবিবারের ফাইনালেও থাকবেন না তিনি। ব্যথা নিয়ে পাকিস্তান থেকে পরিবারসহ ব্যাংককে চলে যান তামিম। উদ্দেশ্য ডাক্তারদের সঙ্গে পরামর্শ ও এমআরআই স্ক্যান করানো। সেই এমআরআই স্ক্যানের রিপোর্ট তেমন সুখকর কিছু জানাতে পারেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে ব্যাংককে তামিমের বাম হাঁটুর এমআরআই রিপোর্ট খুব একটা ভাল আসেনি। এ কারণেই চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই বিশ্রামটা ৫/৬ সপ্তাহ পর্যন্ত দীর্ঘ। হাঁটুর পরিচর্যা চালাতে হবে এ সময়টাতে। এমনকি ব্যাট-বলের অনুশীলনও না করার পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। এই সময় অবশ্য জাতীয় দলের কোন খেলা নেই। আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশের। সেটাও মাঝামাঝি সময়ে ভারতের দেরাদুনে। এর মাঝে আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের। আর এটাই সান্ত¡না হতে পারে ওপেনার তামিম ও বাংলাদেশ দলের। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ব্যস্ততা থাকছে না। এই সময়ের মধ্যে বেশ ভালভাবেই নিজেকে সারিয়ে নেয়ার সুযোগ পাবেন তামিম। রবিবারই দেশে ফিরে আসার কথা ছিল তার। কিন্তু এমআরআই রিপোর্ট সুবিধাজনক না হওয়ার কারণে এখন তিনি আজ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। এরপরই আসলে পরিষ্কারভাবে জানা যাবে ইনজুরি পরিস্থিতি সম্পর্কে। এরপর দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় সম্পর্কে।
×