ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামলায় ছাত্রলীগ কর্মী নিহত খাগড়াছড়িতে অবরোধ ॥ আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:১১, ২৬ মার্চ ২০১৮

হামলায় ছাত্রলীগ কর্মী নিহত  খাগড়াছড়িতে অবরোধ ॥ আল্টিমেটাম

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা আওয়ামী লীগ। বর্তমানে পুরো শহরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতের আশঙ্কায় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকা-ের জন্য পৌরসভার মেয়র রফিকুল আলম ও তার সহযোগীদের দায়ী করে তাদের গ্রেফতারের দাবিতে এ আল্টিমেটাম দেয়া হয়। এর আগে কদমতলী এলাকা থেকে মিছিলটি বের হয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে প্রেসক্লাবের সামনে পুলিশ আটকে দেয়। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, উপ-দফতর বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আজম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত পৌরসভা নির্বাচনের পর থেকে মেয়র রফিকুল আলমের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী পঙ্গু ও দুই হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকায় দুর্বৃত্তরা ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টা জেলার মানিকছড়ি এলাকায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রবিবার সকালে ছাত্রলীগ কর্মী রাসেলে লাশ ময়নাতদন্তের পর গ্রামের বাড়ি কদমতলীতে নেয়া হলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠে। এ সময় পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে সান্ত¦না দেন এবং হত্যাকারীদের আইনের আওতায় আনার আশ^াস দেন। . ভালুকায় ছেলের হাতে মা নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, জবাই করে মাকে হত্যা করেছে নেশাখোর ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ধীতপূর ইউনিয়নের রান্দিয়া গ্রামে। এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, উপজেলার রান্দিয়া গ্রামের হাবিবুর রহমান হবুর ছেলে অটোচালক এমদাদুল হক ইন্দু (২৬) দীর্ঘদিন ধরে নেশায় পারিবারিক বিরোধের কারণে সম্প্রতি তার স্ত্রী দুই সন্তানকে রেখে বাবার বাড়ি চলে যান। এর পর থেকে এমদাদ নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া চলাফেলা করছিল। ঘটনার রাতে এমদাদ সবার অজান্তে ঘরে শুয়ে থাকা তার অসুস্থ মাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন করার পর সে তার বাবাকেও খুন করার জন্য খোঁজ করছিল। এ সময় বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন এমদাদকে আটক করে ভালুকা মডেল থানায় খবর দেয়। . বাগেরহাটে ভাগ্নের হাতে মামা স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে নুরুল হক মোড়ল (৫৬) নামের এক অবসর প্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত নুরুল হক মোড়ল মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি গ্রামের চাঁনমিয়া মোড়লের ছেলে। এদিন সন্ধ্যার দিকে উপজেলার তেলীগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, দক্ষিণ তেলীগাতি গ্রামের বাইজিদ খানের ছেলে ও নুরুল হকের ভাগিনা মেহেদী হাসান ছাইদ (২৫) জমি-জমার দাবিতে মামা নুরুল হককে মারধর করে। এতে নুরুল হক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। . মুন্সীগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, সদর উপজেলায় লালচান শেখ (৬০) নামে এক বৃদ্ধর গাছের সাথে হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বজ্রযোগিনী ইউনিয়ন এলাকার মামাসার এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকালে স্থানীয় মানিক শেখের বাগানে গাছের সাথে হাত-পা বাধা অবস্থায় এই বৃদ্ধর মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত লালচান শেখ মামাসার গ্রামের মৃত সমের উদ্দিন শেখের ছেলে। . পাবনায় ভারসাম্যহীন ব্যক্তি নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সদর উপজেলার কোলাদী গ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ (৫৫) সদরের ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের মৃত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন বলেন, রবিবার সকালে নিহত আব্দুর রশিদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×