ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্জন করবে ॥ নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশিত: ০৫:৫১, ২৬ মার্চ ২০১৮

অর্জন করবে ॥ নারায়ণ চন্দ্র চন্দ

স্টাফ রিপোর্টার ॥ আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ, ডিমেও স্বয়ংসম্পূর্ণ। কিন্তু দুধে স্বয়ংসম্পূর্ণ না। তবে দুধ উৎপাদনে শীঘ্রই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। তবে বিদেশী দুধ আমদানি বন্ধ করা প্রয়োজন সেইসঙ্গে দুধ উৎপাদন বৃদ্ধি ও দেশী দুধের প্রতি সকলের আস্থা আনার জন্য সচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, ‘আমরা চাইলেও দ্রুত এগিয়ে যেতে পারছি না। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ রইছউল আলম মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ তৌফিকুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়াল এ্যাডমিরাল (অব) মোঃ খুরশেদ আলম।
×