ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি বাংলাদেশে যে বিশ্বাসী নয় কারলাইলকে নিয়োগ দিয়ে তা আবারও প্রমাণ করল ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ মার্চ ২০১৮

 বিএনপি বাংলাদেশে যে বিশ্বাসী নয় কারলাইলকে নিয়োগ দিয়ে তা আবারও প্রমাণ করল ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির জন্য একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের সাহায্যকারীকে নিয়োগ দেয়া দুঃখজনক। লর্ড কারলাইল, যাকে তারা আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি আগে আমাদের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল সম্পর্কে বক্তব্য দিয়েছেন। তিনি জামায়াতের নেতাদের সহায়তা দিয়েছেন। সেটা যদি হয়ে থাকে তাহলে তা অত্যন্ত দুঃখজনক। আইনমন্ত্রী রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সাইবার অপরাধ নিয়ে ১১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির কাছ থেকে এরকমটাই মানুষ আশা করে। কারণ তাদের মিটিংয়ে যুদ্ধাপরাধীদের জন্য দোয়া হয়। বিএনপি যে বাংলাদেশ বিশ্বাস করে না সেটা অনেকবার তারা প্রমাণ করেছে। বিদেশী আইনজীবী নিয়োগের ক্ষেত্রেও আরেকবার তারা তা প্রমাণ করল। বৈঠক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের সেকশন ২১, ২৫ ও ২৮ এর বিষয়ে আপত্তি করেছেন। এগুলো আমি শুনেছি। আমার বক্তব্যও দিয়েছি। তারা যেসব প্রস্তাব দিয়েছেন সেগুলো আমরা দেখব, বিবেচনা করব এবং কিছুদিন পর আবার আলোচনা করব।
×