ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে স্নানোৎসব সম্পন্ন ॥ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৮, ২৬ মার্চ ২০১৮

লাঙ্গলবন্দে  স্নানোৎসব  সম্পন্ন ॥  শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব রবিবার সকাল ৭টা ৫২ মিনিট ৫০ সেকেন্ড মিনিটে শেষ হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার ১০টা ১৪ মিনিট ১০ সেকেন্ড থেকে স্নানোৎসব শুরু হয়। স্নানোৎসবে বিপুলসংখ্যক পুণ্যার্থীদের ঢল নামে। রবিবার সকালেও প্রচুর পরিমাণে পুণ্যাথী স্নানোৎসবে মেতেছিল। এবার স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ১২-১৫ লাখ পুণ্যার্র্থীরা অংশ নিয়েছে বলে স্নান উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা দাবি করেন। নিরাপত্তার দায়িত্বে ছিল র‌্যাব, পুলিশ, আনসার, ডিবি ও স্বেচ্ছাসেবকসহ দুই হাজার সদস্য। এদিকে স্নানোৎসবের শেষ দিনে মনোজকান্তি বড়াল ঘাটে স্নান করতে নেমে শুভ নামে আট বছরের এক শিশু ডুবে মারা গেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিসের কর্মীরা শুভর মৃতদেহ উদ্ধার করে।
×