ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ভাঁজ করা আইফোন

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ মার্চ ২০১৮

 এবার ভাঁজ করা আইফোন

ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আলোচনা চলছে বহুদিন থেকেই। বিশেষ করে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং এর এলজি এ প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। তারা যে কোন সময় ভাঁজ করতে সক্ষম মোবাইল এনে ফেলবে বাজারে। এর সঙ্গে যদি এ্যাপল যোগ হয় তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে? বলা হচ্ছে, ২০২০ সালে এমন আইফোন বাজারে আসবে যা ভাঁজ করা যাবে। বলা হচ্ছে, এ্যাপল নতুন ডিজাইন নিয়ে কাজ করছে। তাদের ভাঁজ করতে সক্ষম আইফোনটি নিঃসন্দেহে অনন্য হবে। ভাঁজ খুললেই হবে ট্যাবলেট। আর ভাঁজ করলেই আইফোন। ২০২০ সালে ফোল্ডেবল আইফোন চলে আসবে বাজারে। এ কাজে এ্যাপল তার এক এশিয়ার পার্টনারের সঙ্গে কাজ করছে।- টেকট্রি অবলম্বনে।
×