ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘স্বৈরতান্ত্রিক দেশ’

জার্মান সংস্থার পর্যবেক্ষণ নাকচ করে দিলেন কাদের

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ মার্চ ২০১৮

 জার্মান সংস্থার পর্যবেক্ষণ নাকচ করে দিলেন কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ ‘স্বৈরতান্ত্রিক দেশ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে জার্মান সংস্থার পর্যবেক্ষণ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক ধাপ অতিক্রমের স্বীকৃতি দিল, সেই মুহূর্তে এ ধরনের প্রশ্নবিদ্ধ রিপোর্ট কেন? এটাই আমার প্রশ্ন? রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চারটি রুটে বিআরটিসি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এমন প্রশ্ন তোলেন। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা গণহত্যা দিবস পালন করে না, তারা পাকিস্তানের পারপাস সার্ভ করছে। এদেশে যারা সাম্প্রদায়িকতা জঙ্গীবাদের পৃষ্ঠপোষকতা করে- এই শক্তিগুলো তো পাকিস্তানের বন্ধু হিসেবে রয়েছে। গণহত্যা দিবস যারা পালন করছে না, তাদেরকে বাংলাদেশের মানুষ কি ভাববে, তারা পাকিস্তানের বন্ধু, পাকিস্তানের দোসর। যারা (পাকিস্তান) এই গণহত্যার দায় স্বীকার করেনি, ক্ষমা চায়নি, দুঃখ ও অনুতাপ প্রকাশ করেনি, সেই পাকিস্তানের বন্ধুরাই গণহত্যা দিবস পালন না করতে পারে, এটাই স্বাভাবিক। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় পার্টির সমাবেশের ব্যাপারে আওয়ামী লীগের কোন দৃষ্টিভঙ্গি আছে কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অনুমতির ব্যাপারে এরকম কোন বাধ্যবাধকতা নেই। তারা তো নিবন্ধিত বৈধ রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। আর স্বৈরাচারী শক্তি আমরা যাদের বলি, স্বৈরাচার পতনের কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচনে এরশাদ সাহেব পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন। তারা (জাতীয় পার্টি) তো নির্বাচন করে আসছে এবং তারা এখন সংসদে বিরোধী দল হিসেবে আছে। বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তাদের সভা-সমাবেশ নতুন কিছু নয়। তারা তো বিগত বছরগুলোতে সভা-সমাবেশ করেই আসছে। সোহরাওয়ার্দী উদ্যানে করলে প্রশ্ন তোলার কারণ বুঝি না।
×