ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়ন এবং শান্তির জন্য শেখ হাসিনার বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪২, ২৬ মার্চ ২০১৮

উন্নয়ন এবং শান্তির  জন্য শেখ হাসিনার  বিকল্প নেই ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উন্নয়ন এবং শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সুখ-সমৃদ্ধি, শান্তি ও উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। সিঙ্গাপুর মালয়েশিয়ার নাম উল্লেখ করে তিনি বলেছেন সে সব দেশের মতো বাংলাদেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোকিত হয়েছে, নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, মর্যাদা পেয়েছে। সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন- আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার সাংবিধানিক দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ চায় বেগম খালেদা জিয়া আইনী প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে এসে নির্বাচনে অংশ গ্রহণ করুক। তিনি রবিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। দুপুরে হাসপাতালে প্রবেশ করে প্রথমেই স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সন্ধানী ডোনার ক্লাবে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের আলমপুর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করছে। ভবিষ্যতে প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। এসময় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম মন্ত্রীকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সার্কিট হাউসে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসনের পক্ষে ক্রেস্ট উপহার দেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন চিকিৎসাসেবায় কোন শৈথিল্য সহ্য করা হবে না। সীমিত সম্পদ নিয়েই তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেছেন, নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নার্স ছাড়াও ৪০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে। সঙ্কট দূর হবে। তৃণমূলের সেবাও নিশ্চিত হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমেশ চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য দেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ এম আকরামুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, প্রকল্প পরিচালক ডাঃ বাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য প্রমুখ। সভার শুরুতেই জাতীয় গণহত্যা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
×