ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীর গায়ে হাত ॥ জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত: ০৫:৩২, ২৬ মার্চ ২০১৮

শিক্ষার্থীর গায়ে হাত ॥ জেলগেটে আসামিদের  জিজ্ঞাসাবাদের  নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ইডেন কলেজের ছাত্রীর গায়ে হাত দেয়ার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলার আসামিরা হলো- নজরুল ইসলাম (৩২) আল-আমিন (২০) আবুল হোসেন (২৪) ও নয়ন (১৮)। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ আলমগীর হোসেন মজুমদার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা মামলার বাদীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতন করে। তখন বাদীর বান্ধবী ও বান্ধবীর মা-খালা বাদীকে উদ্ধার করতে এলে তাদেরও শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতনসহ টানাহেঁচড়া করা হয়। প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে।
×