ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কটে মিসর বাংলাদেশের পাশে থাকবে

প্রকাশিত: ০৫:৩১, ২৬ মার্চ ২০১৮

রোহিঙ্গা সঙ্কটে মিসর বাংলাদেশের পাশে থাকবে

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মিসর। এই সঙ্কটের যথাযথ সমাধানে সব ক্ষেত্রেও সহযোগিতা করবে দেশটি। রবিবার বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক শেষে ঢাকায় সফররত মিসরের এ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার খালেদ তারওয়াট একথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের মধ্যে এই এফওসি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও মিসরের এ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার খালেদ তারওয়াট নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। বৈঠক শেষে মিসরের এ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার খালেদ তারওয়াট সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সঙ্কটের রাজনৈতিক ও আন্তর্জাতিক যে কোন পদক্ষেপেই বাংলাদেশের পাশে থাকবে মিসর। এই সঙ্কটের যথাযথ সমাধানে সব ক্ষেত্রেই মিসর সহযোগিতা করতে আগ্রহী বলেও তিনি জানান। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিসর আমাদের পাশে রয়েছে। মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক ফোরামে তারা এই সঙ্কটের বিষয়টি তুলে ধরবে। বৈঠক শেষে দুই পররাষ্ট্র সচিব দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। দু’দেশের বাজারে প্রবেশের সুবিধা নিয়ে আলোচনা হয়। বর্তমানে দু’দেশের বাণিজ্য একশ মিলিয়নের চেয়েও কম। বাংলাদেশ ও মিসর পারস্পরিক স্বার্থে সব ধরনের বাণিজ্য বাধা দূর করে এ বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। এছাড়াও বৈঠকে বাজার সম্পর্কিত তথ্য এবং সংস্কৃতি বিষয়ক পর্যটন বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করতে দু’দেশ আলোচনা করে।
×