ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস কবে জানে না মাদ্রাসা শিক্ষা বোর্ড!

প্রকাশিত: ০৫:২৯, ২৬ মার্চ ২০১৮

  স্বাধীনতা দিবস কবে জানে না মাদ্রাসা শিক্ষা বোর্ড!

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস কবে তা জানে না মাদ্রাসা শিক্ষা বোর্ড! সারাদেশের মাদ্রাসাগুলোর উদ্দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা একটি চিঠিকে কেন্দ্র করে চলছে ব্যাপক সমালোচনা। সমালোচনার ঝর বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ মজিবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে ‘২৫ ডিসেম্বর গণহত্যা এবং ২৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দিবস দুটি পালনে ভুল বার্তার এ চিঠিটি দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের কাছেও পাঠানো হয়েছে। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। কিন্তু মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ জানে না এই দিবস দুটি কোন মাসে হয়ে থাকে। অথচ বোর্ডের চেয়ারম্যানসহ সব গুরত্বপূর্ণ পদে আসীন বিসিএস ক্যাডারের কর্মকর্তারা। দেশের বিভিন্ন স্থান থেকে মাদ্রাসার শিক্ষকরা গণমাধ্যমে ফোন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অজ্ঞতার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় দিবস নিয়ে শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ পদে আসীন কর্তাব্যক্তিদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। কিভাবে শিক্ষা বোর্ডের একজন রেজিস্ট্রার ভুল তথ্যের চিঠিতে স্বাক্ষর করলেন তা বোধগম্য নয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা এ বিষয়ে বলছেন, প্রোগ্রামারের ভুলে স্বাধীনতা দিবসে মাসের নাম ভুল হয়েছে। বিষয়টি জানার পরপরই চিঠিটি সংশোধন করা হয়েছে। সংশোধিত চিঠিতে ২৫ মার্চ গণগত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উল্লেখ করা হয়েছে। বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সংশোধিত নতুন চিঠিটি এখনও ই-মেল বা অন্য কোন উপায়ে তাদের কাছে পৌঁছেনি।
×