ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধর্ষণ ও হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫৭, ২৬ মার্চ ২০১৮

ধর্ষণ ও হত্যায়  জড়িতদের বিচার  দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে শিশু ধর্ষণসহ প্রতিটি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে রবিবার বেলা সাড়ে এগারোটায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি পেশ করা হয়েছে। বরিশাল সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে নগরীর রিক্সাচালকের সন্তান সাথী ও সিমা হত্যা এবং শুহাইমাকে ধর্ষণের বিচার দাবিতে সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় ফ্রন্টের জেলা কমিটির সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, নারী নেত্রী প্রতিমা সরকার, ফ্রন্টের নেতা বাবুল তালুকদার, শাজাহান মিস্ত্রি, শহিদুল ইসলাম, বদরুজ্জোহা সৈকত প্রমুখ। শেষে নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের দফতরে গিয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদের হাতে স্মারকলিপি প্রদান করেন।
×