ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ মার্চ ২০১৮

পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ মার্চ ॥ আলহাজ আব্দুল মজিদ ম-ল এমপি বলেছেন, সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। মেধাবীদের জন্য বিশেষ উদ্দীপনামূলক শিক্ষা বৃত্তিসহ শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান ও স্কুল কলেজের অবকাঠামোর উন্নতি সাধন করে যাচ্ছেন শেখ হাসিনার সরকার। রবিবার সকালে চৌহালীর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের উদ্যোগে গণহত্যা দিবস ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবার্নিংবডির সভাপতি আলহাজ শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম-ল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল (সিআইপি), অধ্যক্ষ আক্তারুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, সদস্য হাজী আনসার আলী মোল্লা, নূর ইসলাম মোল্লা ও শিক্ষক মতিয়ার রহমান।
×