ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ মার্চ ২০১৮

শাবি ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে শাহপরান হলে সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শাহপরান হলের রুম দখলকে কেন্দ্র করে সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরি দিয়ে আঘাত করেন গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল। তারা উভয়ে সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। প্রক্টর জহির উদ্দীন আহমেদ বলেন, আহত জাহিদের পেটে ও বুকে ছুরির আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাকে ছয় ব্যাগ রক্ত দেয়া হয়েছে। এ বিষয়ে আব্দুর রশিদ রাসেল বলেন, শাহপরান হলের ৩২৫ নং কক্ষের দখল নিতে ১০-১৫ কর্মী নিয়ে আসে জাহিদ। এ সময় বাকবিতন্ড হলে ছুরি বের করে জাহিদ আমাকে মারতে উদ্দত হয়। তখন আমি তাকে ফেরানোর চেষ্টা করি। এ সময় নিজের ছুরিতে আহত হয় জাহিদ। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এটা তাদের নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।
×