ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অটোরিক্সাচালক খুনের দায়ে যুবকের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ মার্চ ২০১৮

গাজীপুরে অটোরিক্সাচালক  খুনের দায়ে যুবকের  মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ অটোরিক্সা ছিনতাই ও চালক খুনের দায়ে এক যুবককে মৃত্যুদ- দিয়েছে আদালত। দন্ডিত নাঈম ওরফে মহিউদ্দিন নাঈম (২৭), গাজীপুর মহানগরের চতর এলাকার আব্দুল গফুরের ছেলে। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই দন্ড দেন। বিচারক মৃত্যুদ-ের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জারিমানা ছাড়াও অপর একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। উল্লেখ্য, স্থানীয় চুন্নু মোল্লার ছেলে জুলহাস মোল্লা কিস্তিতে এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতেন। ২০১৩ সালের ২৮ নবেম্বর বেলা সাড়ে ১১টার সময় অটোরিক্সা নিয়ে জুলহাস বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা ওইদিন সন্ধ্যা ৭টায় গাজীপুর মহানগরের হাতিয়াব নোয়াইলের টেক এলাকার গজারী বনে জুলহাসের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে জয়দেবপুর থানায় খবর দেয়। . ঝিনাইদহে দুইজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কৃষক আব্দুর রশিদ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দ-াদেশ দেন। জানা যায়, ২০১২ সালের ১৯ মে হরিণাকুন্ডু উপজেলার সুড়া গ্রামের জাহের আলীর ছেলে কৃষক আব্দুর রশিদকে অপহরণের পর হত্যা করা হয়। ওইদিন রাতে পার্শ্ববর্তী আদর্শ আন্দুলিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল গনি মোল্লা বাদী হয়ে পরের দিন অজ্ঞাতদের আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ২২ নবেম্বর ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারিক কার্যক্রম শেষে বরিবার আদালতের বিচারক আসামি নান্নু মিয়া ও শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে এবং এ মামলার অন্য আসামি মফিজ ও কামাল হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দন্ডিত নান্নু মিয়া হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আইয়ুব হোসেনের ছেলে ও শাহীন মিয়া একই উপজেলার গোপীনাথপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।
×