ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝাড়ু হাতে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪:৫১, ২৬ মার্চ ২০১৮

ঝাড়ু হাতে শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা ॥ বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ও হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখা। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র‌্যালি বের করে তারা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবাস বাংলাদেশ চত্বরে সমাবেশে মিলিত হয়। ভিন্নধর্মী এই কোটা সংস্কারের র‌্যালীতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচী থেকে আগামী ২৯ মার্চ দেশব্যাপী বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভাগ ও জেলা পর্যায়ে নাগরিক সমাবেশের ঘোষণা দেয়া হয়।
×