ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে শ্বশুর বাড়িতে ঠাঁই পেলেন সিমি

প্রকাশিত: ০৪:৫০, ২৬ মার্চ ২০১৮

অবশেষে শ্বশুর বাড়িতে ঠাঁই পেলেন সিমি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সচেতন মহল সোচ্চার হওয়ায় একটি বেসরকারী ব্যাংকের জুনিয়ার অফিসার জরিনা তাসলিম সিমি শ্বশুরবাড়িতে পুত্রবধূ হিসেবে প্রবেশ করেছে। ঘটনাটি সৈয়দপুরে বেশ আলোড়ন ফেলেছে। বধূ হিসেবে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকার জামাল উদ্দিনের ছেলে ডাঃ কামাল উদ্দিন রাজুর বাড়িতে শনিবার গভীর রাতে আশ্রয় মেলে সিমির। জানা যায়, ডাঃ কামাল উদ্দিন রাজুর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের পর্ক গড়ে ওঠে সৈয়দপুরে বাঙ্গালীপুর এলাকার একরামুল হকের মেয়ে জরিনা তাসলিম সিমির। দীর্ঘ কয়েক বছর স¤পর্কের সূত্র ধরে চলতি বছরের ২৭ জানুয়ারি তারা দুইজনে পরিবারের সদস্যদের না জানিয়ে রংপুর পর্যটন হোটেল বন্ধুবান্ধবদের নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। বিয়ের পরে শ্বশুরবাড়িতে যেতে চাইলে সিমিকে আজকাল করে সময় অতিবাহিত করছিল ডাঃ রাজু। সিমি ঢাকায় একটি বেসসরকারী ব্যাংকে চাকরি করায় ছুটি নিয়ে স্বামীর কথা মতো সৈয়দপুরে নিজবাড়িতে ফিরে আসে। গত শুক্রবার রাজু তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজবাড়িতে তোলার কথা ছিল। কিন্তু স্বামী রাজুর ফোন বন্ধ থাকায় সিমি শুক্রবার রাতে স্বামী রাজুর বাসার গেটে অবস্থান নেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে হাজারো উৎসুক লোক উপস্থিত হন ঘটনাস্থলে। স্বামীর বাড়ির গেট ভেতর থেকে বন্ধ থাকায় এলাকার সচেতনমহল সিমিকে ওই বাসায় বার বার প্রবেশের চেষ্টা চালাতে থাকে। কিন্তু ডাঃ রাজুসহ তার পরিবারের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ফলে সচেতন মহলের পাহাড়ায় মেয়েটি শুক্রবার রাত হতে পরের দিন শনিবার রাত ১১টা পর্যন্ত শ্বশুড়বাড়ির গেটেই অবস্থান করে আসছিল। এলাকাবাসীর মতে ওই সময় ডাঃ রাজু পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এদিকে সচেতন মহলের হস্তক্ষেপে সিমির বাবা, মা, বোন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর ডাঃ রাজুর বাবা এলাকার সচেতনমহলের ডাকে সারা দিয়ে বাড়ির গেট খুলে দিয়ে পুত্রবধূকে গ্রহণ করে বাড়িতে প্রবেশ করায়। এ সময় সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এরপর খবর দিয়ে ডাঃ রাজুতে তার বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় সিমি এলাকার সচেতন মহলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডাঃ রাজু এ সময় সিমিকে স্ত্রীর মর্যাদায় রেখে সারা জীবন ঘর সংসার করার আশাবাদ ব্যক্ত করেন বলে এলাকাবাসী জানায়।
×