ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ববিতার আহ্বান

প্রকাশিত: ০৪:৩৬, ২৬ মার্চ ২০১৮

ববিতার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায় ও শিশু শ্রম রোধে সচেতনতামূলক এক কনসার্ট হয় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। ‘কনসার্ট ফর চিলড্রেন’ শীর্ষক এ কনসার্টের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডিসট্রেস চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআইআই)। অনুষ্ঠানে ডিসিআইআইর গুডউইল এ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ইংরেজি ভাষায় ববিতার গঠনমূলক বক্তব্য সবাইকে উৎসাহিত করে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রায় ১০ বছর ধরে ডিসিআইআইর গুডউইল এ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও এ সংগঠনের হয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছি শুরু থেকেই। যারা আমাকে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠানে সবার আন্তরিক অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করতে ভালবাসি যে আমরা চাইলেই যার যার অবস্থানে থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পারি। সবাই পাশে দাঁড়ালেই সুবিধাবঞ্চিত শিশুরাও মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে তারাও। ডিসিআইআইর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক বলেন, ডিসিআইআইর মূল উদ্দেশ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আগ্রহীদের একাত্ম করার মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন করা। ড. এহসান জানান, ডিসিআইআই নিজস্ব অর্থায়নে রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জনেরও বেশি এতিম শিশুর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সুযোগ দেয়ার পাশাপাশি দেশের সরকারী, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করে থাকে। এ কার্যক্রম শুধু ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও করে থাকে ডিসিআইআই। শুক্রবারের সচেতনতামূলক কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে।
×