ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বকেয়া পরিশোধের দাবিতে আখ চাষীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৫, ২৬ মার্চ ২০১৮

বকেয়া পরিশোধের দাবিতে আখ চাষীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ মার্চ ॥ ফরিদপুর চিনিকলের কাছে আখচাষীদের বকেয়া বাবদ পাওনা তিন কোটি ২০ লাখ টাকা অবিলম্বে পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে চিনিকলের আখচাষীরা। রবিবার দুপুরে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বক্তব্য দেন আখচাষী কল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আখচাষী কল্যাণ ফেডারেশনের ওসমান গনি মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, এ মৌসুমে চাষীরা ৬৩ হাজার মে. টন আখ মিলে সরবরাহ করেছে। মাড়াই মৌসুমের দেড়মাস অতিবাহিত হওয়ার পরও আখচাষীদের বকেয়া পাওনা তিন কোটি ২০ লাখ টাকা মিল কর্তৃপক্ষ পরিশোধ করছে না। অথচ আগামী পহেলা বৈশাখের আগেই চাষীদের বিভিন্ন স্থানের পাওনা টাকা পরিশোধ করতে হবে। তাই পহেলা বৈশাখের আগে অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে বকেয়া টাকা পরিশোধের দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, ওই সময়ের মধ্যে তাদের বকেয়া টাকা পরিশোধ না করা হলে মানববন্ধন, সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হবে। পরে আখচাষীরা ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেনের কাছে বকেয়া টাকা পরিশোধের দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি গ্রহণ করে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন আখচাষীদের পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস দেন।
×