ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ মার্চ ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব  কৃষি বিশ্ববিদ্যালয়ে  সামার ওরিয়েন্টেশন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার ’১৮ টার্মে ভর্তিকৃত বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি), ডিভিএম, এবং এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রবিবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দিন মিয়া। ভাইস-চ্যান্সেলর নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের পড়াশুনার প্রতি অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ উপযোগী বিশ্ববিদ্যালয় এবং সময়োপযোগী কোর্স-ক্রেডিটভিত্তিক শিক্ষা কার্যক্রম ও নির্দিষ্ট সময়ে শিক্ষা কার্যক্রম শেষ হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ের যে সুনাম রয়েছে তা বজায় রাখার দায়িত্ব ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের। তিনি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের সফলতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. এম. ময়নুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি মেডিসিন এ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. আবু সাদেক সেলিম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডীন প্রফেসর ড. এম. কামরুজ্জামান, রেজিস্ট্রার ছৈয়দ জহুরুল আমিন, প্রভোস্ট প্রফেসর ড. ইমরুল কায়েস, ও ড. শিল্পী ইসলাম এবং প্রক্টর ড. আরিফুর রহমান খান। অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রী, বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×