ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোন ধর্মই মানুষ হত্যায় বিশ্বাস করে না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৩, ২৬ মার্চ ২০১৮

কোন ধর্মই মানুষ হত্যায় বিশ্বাস করে না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশ জঙ্গীবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। কোন ধর্মই মানুষ হত্যায় বিশ্বাস করে না। এখন দেশের মানুষ এক সুরে এক কথা বলছে। তা হলো বাংলাদেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের কোন স্থান নেই। রবিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঢাকার হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিবর্গে পরিজনকে সমবেদনা জ্ঞাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হলি আর্টিজান হামলাকে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ওই ঘটনার পর আমরা অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। তবে আমরা খুব দ্রুতই রিকভার করেছি। প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী জিরো টলারেন্স নীতিতে যে যার জায়গা থেকে সহযোগিতা করেছে। সন্ত্রাসীদের নির্মূল করা গেছে। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আসাদুজ্জামান খান কামাল জানান, আমাদের পুলিশ ও র‌্যাব বাহিনী হলি আর্টিজান হামলার পর একে একে জঙ্গী সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। অভিযানে ভেঙ্গে গেছে তাদের নেটওয়ার্ক। জঙ্গীরা কার্যত পঙ্গু হয়ে গেছে। বাংলাদেশ থেমে নেই। জঙ্গী-সন্ত্রাসী বিরোধী লড়াই আমাদের অব্যাহত রয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী আরও অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। তিনি জানান, পুলিশ ও র‌্যাবের অভিযানে নিহত জঙ্গী-সন্ত্রাসীদের পরিবার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমরা লাশ রেখে দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম কারা মরদেহ নিতে আসে। কিন্তু কেউ আসেনি। তারা বরং বিপথগামী পরিবারের সদস্যের কারণে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছে। আমরা হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় দেশী-বিদেশী ইনোসেন্ট হারিয়েছি তাদের তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু তাদের আমরা স্মরণ করতে পারি। পরিবার-পরিজনদের সমবেদনা জ্ঞাপন করতে পারি।
×