ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে প্রায় ১ কোটি টাকা স্বর্নের বারসহ নয় যাত্রী আটক

প্রকাশিত: ০২:৫৭, ২৫ মার্চ ২০১৮

শাহজালালে প্রায় ১ কোটি টাকা স্বর্নের বারসহ নয় যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃর্থক দুই অভিযানে ১ কেজি ৯৭৬ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। যার বর্তমান বাজার মূল্য ৯৮ লাখ ৮০ হাজার টাকা। রবিবার এসব সোনা জব্দ করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম। শুল্ক গোয়েন্দা জানায়, রোববার বিকেল ৪টায় সৌদি আরবে রিয়াদ থেকে বিজি ০৪০ বিমান যোগে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে ১১টি সোনার বারসহ ১ কেজি ২৭৯ গ্রাম জব্দ করা হয়। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় শরীরে ও বিমানের টিকিটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত সোনা জব্দ করে শুল্ক গোয়েন্দা দল। যার মোট ওজন ১ হাজার ২৭৯ গ্রাম। জব্দকৃত সোনার বারের দাম প্রায় ৬৩ লাখ ৯৫ হাজার টাকা। এর আগে অপর এক অভিযানে একই দেশ থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ৫টি সোনার বারসহ ৬৯৭ গ্রাম সোনা জব্দ করে শুল্ক গোয়েন্দা। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের দেহ এবং মালামাল তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। এসব সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৪ লাখ ৮৫ হাজার টাকা। উভয় অভিযানে জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক।
×