ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লাঙ্গলবন্দে সড়ক দুর্ঘটনায় পুণ্যার্থী নিহত

প্রকাশিত: ০১:২৭, ২৫ মার্চ ২০১৮

লাঙ্গলবন্দে সড়ক দুর্ঘটনায় পুণ্যার্থী নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের লাঙ্গলবন্দের স্নানোৎসবে যাওয়ার পথে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে অরুন চন্দ্র দাস (৬০) নামে এক পূণ্যার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাপাতালের মর্গে প্রেরণ করেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, অরুন চন্দ্র দাসসহ ৬০ পুণ্যাথী শরীয়তপুর থেকে রিজার্ভ একটি মিনিবাস যোগে বন্দরের লাঙ্গলবন্দের স্নানোৎসবে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কসহ বিভিন্ন স্থানে যানজটে আটকে পড়েন। সকাল ৭টার সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এসে আবারও যানজটে আটকে পড়েন। এ সময় অরুন চন্দ্র দাসসহ কয়েকজন পুণ্যাথী রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নেমে আসেন। পরে হঠাৎ করে যানবাহন চলাচল শুরু হলে দৌড়ে অন্যান্যরা বাসে উঠতে পারলেও অরুন চন্দ্র দাস তাদের বহনকৃত মিনিবাসেই পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
×